শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যুটিংয়ে চুম্বন-আলিঙ্গন পর্যবেক্ষণে ‘সুপারভাইজার’ নিয়োগ

বিনোদন ডেস্ক :  বেশ কিছু দিন ধরেই বলিউডে একের পর এক পরিচালক, প্রযোজক, অভিনেতাসহ অনেকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠছে। #মিটুর মাধ্যমে অভিনেত্রীরা এসব অভিযোগ তুলছেন।

ওই তালিকায় রয়েছেন আলোক নাথা, নানা পাটেকর, অনু মালিক, রজত কাপুর, সাজিদ খান, বিকাশ বেহল, কৈলাস খের, বিবেক অগ্নিহোত্রীর, এমনকি উঠে এসেছে রাজকুমার হিরানির নামও।

তবে #মিটু বিতর্ক এড়াতেই এবার বিশেষ পদক্ষেপ নিয়েছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও প্রযোজক অরিত্র দাস। তাদের আগামী ছবি 'সিজন গ্রিটিংস'র শ্যুটিংয়ে 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগ করা হয়েছে। 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগের প্রথা হলিউডে আগে থেকে চালু থাকলেও বলিউডে এবারই প্রথম।

ভারতীয় সংবাদ জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শ্যুটিং চলাকালীন চুম্বন, আলিঙ্গল থেকে শুরু করে বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় অভিনেত্রীরা কখনও অস্বস্তি বোধ করতেই পারেন। এমনকি শ্যুটিংয়ের সময় পরিচালকের কোনো ব্যবহারেও সমস্যা তৈরি হতে পারে, যা ভবিষ্যতে #মিটুর আকার নিতে পারে। এই বিষয়টি যাতে না ঘটে, সেকারণেই শ্যুটিং ফ্লোরে এই 'ইন্টিমেসি সুপারভাইজার' রাখা হয়ে থাকে। যিনি শ্যুটিংয়ের সময় গোটা ঘটনার ওপর নজরদারি চালাবেন। কারও কোনো বিষয়ে আপত্তি রয়েছে কি না, সে বিষয়টি খেয়াল রাখবেন।।

পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের 'সিজন গ্রিটিংস' সিনেমার হাত ধরেই ফের বলিউডে ফিরছেন অভিনেত্রী সেলিনা জেটলি। এই সিনেমার গল্প একটি মা ও মেয়ের ওপর আধারিত। যেখানে মেয়ের চরিত্রে অভিনয় করবেন সেলিনা জেটলি এবং তার মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী লিলেট দুবেকে।

অভিনেত্রী সেলিনা জেটলি বরাবরই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়ে ভীষণই খুঁত-খুঁতে। এই সিনেমায় আজহারের সঙ্গে সেলিনার একটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এ ক্ষেত্রে ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং কীভাবে হবে সে বিষয়টি কোরিওগ্রাফার প্রভাতেন্দু মণ্ডলের সঙ্গে আলোচনার পর পরিচালক রামকমল মুখোপাধ্যায় নিজেই সেলিনার সঙ্গে আলোচনা করেন বলে জানান অভিনেত্রী।

পরিচালক জানান, এক সাংবাদিকের কাছ থেকেই তিনি প্রথম 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগের আইডিয়া পান। আর এরপরই প্রযোজকদের সঙ্গে আলোচনার পর 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগের সিদ্ধান্ত নিয়েই ফেলেন পরিচালক।

গত ৩০ মে পরিচালক ঋতুপর্ণ ঘোষের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 'সিজন গ্রিটিংস' সিনেমার টিজার লঞ্চ করেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়