শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৪:০৭ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটারদের জন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার, বললেন এম সাখাওয়াত হোসেন

ফাহিম বিজয় : সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার। শুক্রবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, আল্লাহ না করুন আমাদের ক্রিকেটারদের উপরে সরাসরি হামলা হলে আমাদের দেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হতো। আমি মনে করি, টিমে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার। ১৯৯০ সালের পরে নিউজিল্যান্ডে বড় কোনো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বটে কিন্তু বর্তমান বৈশিক পরিস্থিতিতে কখন কোথায় কি ঘটবে তা আগে ভাগে বলা কঠিন।

তিনি বলেন, বিশ্বব্যাপি একটি আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট হচ্ছে। সুপ্রিম রেসিস্টরা ব্যাপকভাবে সক্রিয়। যুক্তরাষ্ট্রেও কয়েক বছর ধরে শ্বেতাঙ্গ আধিপত্যের প্রাবল্য দেখা যাচ্ছে। হোয়াইট বলুন, ব্রাউন বলুন কিংবা রিলিজিয়াস রেসিস্ট বলুন সবক্ষেত্রেই ঝুঁকি থেকেই যাচ্ছে জান-মালের। বিশ্বব্যাপি এই যে সন্ত্রাসী তৎপরতা এতে কোনো দেশই আর নিরাপদ নয়।

তিনি আরো বলেন, যেসব দেশে কম-মাত্রার সন্ত্রাসী ঘটনা ঘটে নিউজিল্যান্ড তেমন একটি দেশ। কিন্তু আজ সেদেশে কি জঘন্য ঘটনাই ঘটলো। একটি নতুন শহরে আমাদের টাইগাররা নামাজ পড়তে যাবে এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত ছিলো। মসজিদে আগাম সিকিউরিটি পাঠানো যেতো। বিসিবিকে আগামীতে খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিয়ে আমরা যদি সন্তুষ্ট না থাকি সেদেশে আমরা কিছুতেই যাবো না। এই নিরাপত্তা বিশ্লেষক আরো বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলো।

বিবিসি বাংলা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে প্রশ্ন করে, দক্ষ, পেশাদার নিরাপত্তা কর্মী আমাদের দেশে সুলভ হবে কিনা? উত্তরে তিনি বলেন, আমাদের সেনাবাহিনীতে জুনিয়র ও মিড লেভেলে বহু চৌকষ অফিসার রয়েছেন। অনেকের টেররিজমের উপর বিস্তৃত প্রশিক্ষণ রয়েছে। প্রয়োজনে তারা সিনিয়রদের পরামর্শ নিতে পারেন। হয়তো পুলিশ বাহিনীতেও থাকতে পারেন।

বিসিবির অন্যতম পরিচালক মাহবুবুল আনাম বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের শ্রীলংকা ও ভারত সফরকালে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়। কিন্তু যেহেতু নিউজিল্যান্ডে নিরাপত্তার মান বরাবরই সন্তোষজনক তাই কারো মনে কোনো সন্দেহের অবকাশ হয়নি। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট দেশের কাছে প্রটোকল ও সিকিউরিটি প্লান সম্পর্কে জানতে চাই। দেশের উপর নির্ভর করে আমরা নিরাপত্তার ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে থাকি। তবে আগামীতে অবশ্যই আমরা দলের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লোকদের যুক্ত করবো এবং তা মনিটরিং করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়