শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাস ফেরত যুবককে পিটিয়ে পঙ্গু করে দিলো সন্ত্রাসীরা

মাহফুজ নান্টু: বহু দিন পরে প্রবাস জীবন কাটিয়ে বাড়ি আসে মো. মামুন রানা। কয়েক দিন বাড়িতে অবস্থানের পর শ্বশুড়বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে বসে। শ্বশুরবাড়ির কাছাকাছি আসতেই সিএনজির গতিরোধ করে একদল সন্ত্রাসী। সিএনজি চালিত অটোরিক্সা থেকে টেনে ছিড়ে নামিয়ে এলোপাথারি রড ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে দু’পা ভেঙ্গে পঙ্গু করে দেয়। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

আজ বিকেলের এ ঘটনায় আহত মামুনের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ ২ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ব্রাহ্মনপাড়া থানার অফিসার্স ইনচার্জ শাহজাহান কবির।

মামলার বিবরণে জানা যায়, মালাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. মামুন রানা সম্প্রতি মালদ্বীপ থেকে ছুটিতে বাড়ীতে আসে। সে নিজ বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সায় করে দেবিদ্বার উপজেলার জাফারগঞ্জ শ্বশুর বাড়িতে যাওয়ার পথে একই এলাকার মৃত আঃ রশীদের ছেলে মিজান ডাকাত, শাহ আলম মিয়ার ছেলে আবু কাউসার, আঃ মান্নানের ছেলে রোকন ভূইয়া, জজু মিয়ার ছেলে মো: রনি, সাধন চন্দ্র সূত্রধরের ছেলে স্বপন চন্দ্র সূত্রধর সহ অজ্ঞাত আরো ২/৩ জনের একটি দল সিএনজির গতীরোধ করে। এসময় সন্ত্রাসীরা মামুনকে টেনে-হেচড়ে সিএনজি চালিত অটোরিক্সা থেকে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুটি পা ভেঙ্গে ফেলে। সন্ত্রাসীদের আঘাতে মামুন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁর মাথা সহ বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। এসময় মামুনের সাথে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় দূর্বৃত্তরা। ঘটনার সময় মামুনের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মামুন’কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মামুনের মা বাদী হয়ে ব্রাহ্মনপাড়ায় একটি থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ব্রাহ্মনপাড়া থানার অফিসার্স শাহজাহান কবির এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ ২ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়