শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার

স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। এবারের ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় নিরাপদ মানসম্মত পণ্য”।

শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রেস ক্লাব মোড় ঘুরে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে সমাপ্ত হয়, পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ রোকন উদ্দিন সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ারুল হক, সিভিল সার্জন ডা. মো. শাহ জাহান কবীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, মৌলভীবাজার প্রেস ক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার ক্যাবের অ্যাডভোকেট মো. আবু তাহের, জেলা ভোক্তা অধিকার কমিটির সদস্য বকশী ইকবাল।

র‌্যালি ও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীসহ সরকারি বেসরকারি চাকুরীজীবী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন তার শুভেচ্ছা বক্তব্যে প্রতিপাদ্য বিষয় ”নিরাপদ মানসম্মত পণ্য”, অধিদপ্তরের কার্যক্রম সর্ম্পকে এবং ভোক্তা অধিকার আইন সর্ম্পকে আলোচনা করেন। তিনি সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা করার জন্য অনুরোধ জানান।

”নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ভূমিকা” এই বিষয়ে রচনা প্রতিযোগিতায় ৩ জন বিজয়ীকে নগদ ১০ হাজার টাকা, ৭ হাজার টাকা এবং ৫ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়।

বিজয়ীরা হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দেবশ্রী যাদব, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়, কুলাউড়ার দশম শ্রেণির ছাত্র রিয়াসাত রহমান, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তাহমিনা ইয়াছমিন পলি। সদর উপজেলা পযার্য়ে অনুষ্ঠিত ”ভোক্তা অধিকার সংরক্ষণে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা” এই বিষয় রচনা প্রতিযোগিতায় ৩ জন বিজয়ীকে নগদ ৫ হাজার টাকা, ৪ হাজার টাকা এবং ৩ হাজার টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়।

বিজয়ীরা হলেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তারেক রহমান মাহি, দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল এর নবম শ্রেণির ছাত্র রাফাতুল আহবাব মাহদী তালুকদার, দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল এর দশম শ্রেণির ছাত্র এম এ মুনতাকিম ইকরাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়