শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদুলের পর সুমন বীরত্বে ডিপিএলে প্রথম জয় পেলো বিকেএসপি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে বিকেএসপি। ফতুল্লায় উত্তরা স্পোর্টিং ক্লাবকে ২০ রানে হারিয়ে তিন ম্যাচের মধ্যে একটি জয় নিয়ে মাঠ ছেড়েছে তারুণ্য নির্ভর দলটি। দুর্দান্ত ব্যাটিং করে দলের জন্য একা লড়াই করে ৬৬ রানের ইনিংস খেলায় ম্যাচ সেরা হয়েছেন বিকেএসপির ওপেনার মাহমুদুল হাসান জয়। একাই চার উইকেট নিয়ে দলের জয়ে বল হাতে বড় ভূমিকা পালন করেছেন পেসার সুমন খান।

বিকেএসপির দেয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে আবু নাসেরের বোলিং তোপের সামনে পড়ে উত্তরার ব্যাটসম্যানরা। ২৪ রানে প্রথম আঘাত হানেন তিনি। ওপেনার তানজিদ হাসানকে ১৮ রানে ফেরান তিনি। এরপর দলীয় ৪১ রানে আবার উত্তরা শিবিরে আঘাত হানেন এই বোলার। আরেক ওপেনার আনিসুল ইসলাম ইমনকে ১৪ রানে ফেরান তিনি। ৪৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে বিপদে পড়ে উত্তরা।

জনি তালুকদার এবং রাজা আলি দার জুটি গড়ে দলকে স্বপ্ন দেখান। ৪৯ রানের জুটি গড়েন তাঁরা দুইজনে। ৫০ বলে ২৫ রানের ধৈর্যশীল ইনিংস খেলে ফেরেন জনি তালুকদার। জনির পরেই সাজঘরে ফেরান মিনহাজ খান। এদিকে নিজের অর্ধশতক তুলে নেন রাজা আলি দার। এরপর দলকে জয়ের স্বপ্ন দেখান শাখির হোসেন। ৬৪ বলে তিন চার এবং এক ছয়ে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনিও।

এরপর আর কেউ ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৮১ রানে অলআউট হয়ে যায় উত্তরা স্পোর্টিং ক্লাব। সুমন খানের চার উইকেট ছাড়া দুটি করে উইকেট নেন আবু নাসের এবং হাসান মুরাদ।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভালো সূচনা করে বিকেএসপি। ৬৭ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার মাহমুদুল হাসান জয় ৬৬ রানের ইনিংস খেলেন। কিন্তু মিডেল অর্ডার ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেননি।

শেষের দিকে আমিনুল ইসলামের ৩৩ এবং পারভেজ হোসেন ইমনের ২৭ রানে সম্মানজনক পুঁজি পায় বিকেএসপি। শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাটিং করে আট উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে দলটি। উত্তরার হয়ে দুটি করে উইকেট পান নাহিদ হাসান এবং আব্দুল গাফফার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়