শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ০১:০৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট শহর থেকে ট্রাক সরে গেল নির্ধারিত ট্রার্মিনালে

সাত্তার আজাদ: সিলেট শহর থেকে ট্রাক সরে গেল নির্ধারিত ট্রামিনালে। শহরতলীর দক্ষিণ সুরমার পারাইরচকে সিটি কর্পোরেশনের মালিকানাধীন নবনির্মিত ট্রাক টার্মিনালটি খুলে দেওয়া হয়েছে। ফলে সিলেট নগরীর যানজট কমায় আশা ব্যবসায়ীদের।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আফিুল হক চৌধুরীর নির্দেশনায় বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে যত্রতত্র ভাবে রাখা ট্রাকগুলো সরিয়ে নির্ধারিত ট্রার্মিনালে নিয়ে যাওয়া হয়। পরিবহন শ্রমিক, মালিক সংগঠনের নেতৃবৃন্দরা মাইকিং করে শহর থেকে ট্রাক সরিয়ে নেন।

পরিবহন শ্রমিক, মালিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিলেট সিটি করপোরেশনে মতবিনিময় সভায় প্রেক্ষিতে নগরীর কোনো স্থানে যত্রতত্রভাবে ট্রাক না রাখার সিদ্ধান্ত হয়।

নগরীর যেখানে সেখানে ট্রাক রাখার ফলে যানজটের সৃষ্টি হওয়ায় শহরতলীতে ট্রাক ট্রার্মিনাল নির্মাণ করে সিলেট সিটি করপোরেশন। এই উদ্যোগ বাস্তবায়নের ফলে সিলেট নগরীর যানজট সমস্যা লাঘব হবে বলে জানালেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ সিলেট শহরে যানজটের কারণে ব্যবসায় মন্দাভাব দেখা দেয়। ‘অর্থনীতির অগ্রগতিতে বড় সমস্যা যানজট’ উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি বলেন, যানজট কমলে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন হয়। এতে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হয়।

সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সুরমা নদী বেষ্টিত সিলেট প্রকৃতির এক স্বর্গরাজ্য। টিলা আর নদীবেষ্টিত সিলেট শুধু সুন্দর শহরই নয়, এখানে শায়িত আছেন হযরত শাহজালাল (রহ.), শাহপরাণ (রহ.) সহ ৩৬০ আউলিয়া। তাই তাদের প্রতি সম্মান রেখে এই নগরীকে একটি পর্যটন নগরী গড়তে যা প্রয়োজন তার বাস্তব রূপ দেয়ার কাজ চলছে। সুরমা নদীর দুই পাড়ের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে সিলেটকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ নিয়ে যানজটসহ সকল প্রতিবন্ধকতা দূর করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়