শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী বললেন, ক্রিকেটাররা নিরাপদে আছেন, তাদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা হচ্ছে

সাত্তার আজাদ, সিলেট: নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় দুই জন মহিলা ও একজন পুরুষ বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেখানে আমাদের খেলোয়াড়রা নিরাপদে রয়েছে।
শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
মোমেন বলেন, মসজিদে অনাকাঙ্খিত হামলায় অনেকে হতাহত হয়েছে। নিউজিল্যান্ডে বাংলাদেশি মিশন না থাকায় অন্য একটি মিশনের মাধ্যমে সে দেশের সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের সেন্ট্রাল ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম, মুশফিকসহ বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তখনই হামলা শুরু হয় সেই মসজিদে।
তামিমরা যখন মসজিদে ঢুকছিলেন, তখন এক অজ্ঞাত এক নারী রক্তাক্ত শরীরে এসে তাদের সতর্ক করে বলেন, তোমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না, মসজিদের ভেতরে গোলাগুলি হচ্ছে।
সেই নারীর কথা শুনে বাংলাদেশ দলের খেলোয়াড়রা টিম বাসে উঠে মেঝেতে শুয়ে পড়েন। পরে বাস থেকে বেরিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামের ড্রেসিংরুমে ঢুকে পড়েন খেলোয়াড়রা।
শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ সন্ত্রাসী হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। এতে বহু মানুষ হতাহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়