শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো গাজায় যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল

আব্দুর রাজ্জাক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আবারো যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) এর যুদ্ধবিমান, কমবেট হেলিকপ্টার ও এয়ারক্র্যাফট অংশ নিয়ে গাজার শতাধিক স্থানে বোমা বর্ষণ করেছে বলে তেল আবিব জানিয়েছে। জেরুজালেম পোস্ট, আল-জাজিরা, হার্তেজ

আইডিএফ শুক্রবার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ও আজ সকালে অবরুদ্ধ গাজায় এই হামলাগুলো চালানো হয়েছে। গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাসের কিছু সামরিক ঘাঁটি, নৌবাহিনীর পোস্ট, অস্ত্র কারখানাসহ বেশ কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা আইডিএফ তা জানাতে পারেনি।

এদিকে, হামাস বৃহস্পতিবার সন্ধায় ইসারায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়েছে বলে আইডিএফ অভিযোগ করেছে। ২০১৪ সালের পর এই প্রথম হামাসের কয়েকটি রকেট তেল আবিবে আঘাত হানার পর পুরো শহরজুড়ে নিরাপত্তা ঘণ্টা বেজে ওঠে এবং তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা আয়রণ ডোম সেগুলো প্রতিহত করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

তবে হামাসের নিক্ষিপ্ত কোন ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়নি বা তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে আইডিএফ দাবি করেছে।

ইসরায়েলি হামলায় গাজার নিরাপত্তা ঘাঁটিগুলোর বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অন্তত ৩০টি বোমা হামলার শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে হতাহতের কোন তথ্য জানাতে পারেনি গাজার নিরাপত্তা সূত্র।

উল্লেখ্য, জেরুজালেমে মসজিদুল আকসায় প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে অব্যাহতভাবে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা। সেখানে বুধবারও ইসরায়েলি গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়