শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৫:০৭ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শীঘ্রই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক : ক্রাইস্টচার্চে মসজিদ আল-নূরে সন্ত্রাসী হামলার কারনে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের যৌথ সিদ্ধান্তে বাতিল করা হয়েছে টেস্টটি। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। সফর বাতিল হওয়ায় দ্রুত দেশে ফিরে আসবেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। তাঁরা জানিয়েছে,

‘ক্রাইস্টচার্চের এই হৃদয়বিদারক হামলার ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাঁদের পরিবার এবং বন্ধুদের আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মিলে সিদ্ধান্ত নিয়েছি সফরটি বাতিল করার। সবাই এখন নিরাপদ আছেন।’

শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্টটি। কিন্তু শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাওয়ার সময় দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত মসজিদ থেকে বের হওয়ার সময় গোলাগুলির মুখে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। পরবর্তীতে আতঙ্কিত তামিমরা দ্রুত হেগলি পার্ক ত্যাগ করেন এবং হেগলি ওভালে ফিরে ড্রেসিং রুমে অবস্থান নেন।

তবে বাংলাদেশ দলের ট্রেইনার এবং কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন জানিয়েছেন কোনও ক্রিকেটারের ক্ষতি হয়নি। নিউজিল্যান্ড হেরাল্ডকে লঙ্কান এই কোচ বলেছেন,

‘ক্রিকেটাররা আতঙ্কিত হয়েছে, তবে এখন ভালো আছে। আমি তাঁদের একজনের সাথে অল্প কিছু সময় কথা বলেছি। তারা কিছু দেখেনি, তবে গুলির আওয়াজ শুনেছে।’

এরই মধ্যে কোচিং স্টাফদের অনেকেই ফিরে এসেছেন হোটেলে। তবে কোচ স্টিভ রোডস মাঠে অবস্থান করছেন। জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস এবং নাঈম হাসানের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে হোটেলে থাকতে বলা হয়েছে।

এদিকে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেন, ‘এ মুহূর্তে প্রাণহানির সংখ্যা আমি নিশ্চিত করতে পারব না। তবে এটা স্পষ্ট করে বলতে পারি যে এ দিনটি নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি।’

জাসিন্ডা আরও বলেন, নিউ জিল্যান্ডে ‘দুষ্কৃতকারীদের কোনও জায়গা নেই’। তার দাবি, অভিবাসী, শরণার্থীসহ হামলার শিকার হওয়া সবাই নিউ জিল্যান্ডের অংশ, কিন্তু দুষ্কৃতকারীরা নয়। নিউ জিল্যান্ডের সমাজে এ ধরনের সহিংস হামলার কোনও জায়গা নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়