শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৪:৩৯ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, আমাদের জন্য দোয়া রাখবেন : তামিম

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে অবস্থান করছিলেন বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে টিম টাইগার ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরের দিকে রওয়ানা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে সন্ত্রাসী হামলা হয় মসজিদটিতে। ভাগ্যক্রমে বেঁচে ফিরেন তামিমরা। তামিমের টুইটে নিরাপদ থাকা নিশ্চিত করেন তিনি।

হামলার পর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার প্রভৃতি সাইটে নিজের একাউন্ট থেকে তামিম জানান, বন্দুকধারীর আক্রমণ থেকে দলের সবাই রেহাই পেয়েছেন। তবে ভয়ানক হামলার অভিজ্ঞতায় তামিমরা যে স্বভাবতই মানসিক ধাক্কা পেয়েছেন সেটিও স্পষ্ট।

তামিম তার ফেসবুক ও টুইটার পোস্টে উল্লেখ করেন-

‘সক্রিয় বন্দুকধারীদের হাত থেকে পুরো দল বেঁচে গেছে! ভয়ানক এক অভিজ্ঞতা হল। অনুগ্রহ করে আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন।’

শুক্রবার নিউজিল্যান্ডের সময় অনুযায়ী দুপুর ১টা ৪৫ মিনিটে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। নিউজিল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজ শুরু হওয়ার একটু আগে অথবা নামাজ চলাকালে দুইজন অস্ত্রধারী মসজিদ এলাকায় গুলিবর্ষণ শুরু করে। এতে ৬ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। মসজিদের ভেতরে থাকা ব্যক্তিদের সেখানে থাকারই পরামর্শ দিয়েছে পুলিশ।

অস্ত্রধারীর সঠিক সংখ্যা জানা না গেলেও একাধিক বলে জানা গেছে। স্থানীয় অন্যান্য সংবাদমাধ্যমের খবরে মসজিদ এলাকায় ছয়টি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশের আগে গুলির শব্দ শুনে ফিরে আসেন। যে মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে সেটি হ্যাগলি পার্কের কাছেই অবস্থিত, যেখানে আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়