শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৪:২৮ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর কখনো এমন দুর্ঘটনার মুখোমুখি হতে চাই না : মুশফিক

নিজস্ব প্রতিবেদক : ক্রাইস্টচার্চের মসজিদ আন-নূরে হামলা আজ শুক্রবার হামলা চালায় সন্ত্রাসীরা। সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল মসজিদে নামাজের জন্য যাচ্ছিলেন। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে ফিরলেন টাইগাররা। তামিম ও মুশফিকের টুইটে নিশ্চিত হয় টাইগারদের নিরাপদে থাকার বিষয়টি।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটের মসজিদে গুলিবর্ষণ হয়। তখন অন্যান্য মুসল্লিদের সাথে বাংলাদেশের ক্রিকেটাররাও সেই মসজিদের কুবই নিকটেই ছিলেন। মসজিদে হঠাৎ এই হামলায় এখন পর্যন্ত ৬ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে প্রায় ২০ থেকে ৩০ জন।

তবে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদের স্থান ত্যাগ করতে পেরেছেন। তারা সকলেই নিরাপদের আছেন জানিয়ে মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার বার্তায় বলেছেন-

‘ক্রাইস্টচার্চের মসজিদে আজ গোলাগুলির মুহূর্তে মহান আল্লাহ আমাদের নিরাপদ রেখেছেন। আমরা খুবই ভাগ্যবান ছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমরা দুর্ঘটনাস্থলের খুব কাছেই ছিলাম। আর কখনো এমন দুর্ঘটনার মুখোমুখি হতে চায় না। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

বাংলাদেশের ক্রিকেটাররা জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশের আগে গুলির শব্দ শুনে ফিরে আসেন। নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মসজিদের আশেপাশের ২ কিলোমিটার এলাকা ঘিরে রেখেছে এবং পুরো এলাকা কঠোর নজরদারিতে রাখার দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, আগামীকাল নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

মুসলিম খেলোয়াড়দের সঙ্গ দিতে মসজিদের দিকে যাচ্ছিলেন সৌম্য সরকার, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসও। হামলার ব্যাপারটি টের পেলে দ্রুত সবাই ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলার পর ক্রাইস্টচার্চ টেস্ট যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে কিছুটা হলেও সংশয় রয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে। তবে শেষ টেস্ট মাঠে গড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড ক্রিকেট নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় ভোর চারটায়। এই টেস্টে একাদশে ফিরতে পারেন চোটাঘাতে প্রথম টেস্ট খেলতে না পারা মুশফিকুর রহিম।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/xKgVOcsFIE0" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

  • সর্বশেষ
  • জনপ্রিয়