শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় প্রাইভেটকারে আগুন

নুরুল আমিন হাসান : সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আশুলিয়ার বেঁড়িবাধ ব্রিজে শুক্রবার (১৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়েন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান যে, আশুলিয়ার বেড়িবাধে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, ‘দ্রুত সময়ের মাঝে আগুন নিয়ন্ত্রণের কারণে গাড়ীতে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়নি। অন্যথায় বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।’

অপরদিকে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান জানান, ‘অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়িটি রেকার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির মাধ্যমেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে আশুলিয়া ব্রিজে গাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার–আব্দুল্লাহপুর সড়কে প্রায় এক ঘণ্টা পরিবহন চলাচলে বিঘ্ন ঘটে বলে চালকরা জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়