শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৮:০১ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে এডভোকেট আজিজুল মালীক চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সাখাওয়াত সেলিম : বিশিষ্ট সমাজসেবক এডভোকেট আজিজুল মালীক চৌধুরীর ৫ম মৃত্যু বার্ষিকী ছিল গত ১১ মার্চ। নানা কর্মসূচীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পালন করা হয় তাঁর মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ-মাহফিলের।

এডভোকেট আজিজুল মালীক চৌধুরী ছিলেন একজন নির্লোভ সমাজ সেবক। সমাজকে আলোকিত করতে সামাজিক কর্মকান্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রেখে গেছেন তিনি। আইন পেশার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন সমাজসেবায়। ক্রীড়াঙ্গনেও ছিল তাঁর অনন্য অবদান।

১৯৪৫ সালের ১৬ই জানুয়ারি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের চরমোহাম্মদপুর  (চৌধুরীবাড়ি) গ্রামে তাঁর জন্ম। পিতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মালীক চৌধুরী মদন মোহন কলেজের প্রতিষ্ঠলগ্ন থেকে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন মদন মোহন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মাতা আছিয়া খাতুন চৌধুরী, ৫ ভাই ও ৪ বোনের মধ্যে আজিজুল মালীক চৌধুরী সবার বড়। রেখে গেছেন স্ত্রী পান্না চৌধুরী, ২ পুত্র ও ১ কন্যা।

এডভোকেট আজিজুল মালীক চৌধুরী ১৯৬৯ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সিলেট জেলা আওয়ামীলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সিলেট জজ কোর্টের এপিপি এবং ১৯৮৫ থেকে ১৯৮৭ সালে জেলা বারের সাধারণ সম্পাদক এবং ১৯৯৭ থেকে ১৯৯৮ সালে জেলা বারের সভাপতির দায়িত্ব পালন করেন।

তাছাড়াও আজিজুল মালীক চৌধুরী ১৯৭৭ সালে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা কারাগারের বেসরকারি পরিদর্শক হিসেবে ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সিলেটের ক্রীড়াঙ্গণে এডভোকেট আজিজুল মালীক চৌধুরীর রয়েছে অনন্য অবদান। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সহ সভাপতি এবং দীর্ঘদিন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিলেট টেনিস ক্লাবের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়