শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: সারা দেশের মত বান্দরবানের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়েও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র চর্চার পাশাপাশি যোগ্য নেতৃত্ব, নেতৃত্ব বাছাই, পরিস্কার পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকাদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে মূখরিত হয়ে উঠে বিদ্যালয় মাঠ। এতে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীর মোট ৮ জন প্রার্থী নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই দিন উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের সব কটি মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা ও বিদ্যালয়গুলো কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সরজমিন জানা যায়, তফশীল ঘোষনার পর নির্বাচনে ৮টি প্রতিনিধি পদের জন্য ১৭জন শিক্ষার্থী প্রতিদ্বন্ধিতায় নামেন। মোট ভোটার সংখ্যা ছিল ৬৩০জন। তম্মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে ৫২২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ৪৩২টি। নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী দীপা দাশ ৩২ ভোট ও হুমাইরা আফরোজ ঐশি ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়। ৩২৯ভোট পেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী ইশরাত মোকারমা ঝুমু ও ২৪৯ ভোট পেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী দউখিং মার্মা নির্বাচিত হন। ৯ম শ্রেণীর ছাত্রী সাবিনা ইয়াছমিন ২৩৫ ভোট, মেজবাবিন বৃষ্টি ২২০ ভোট, ১০ শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তার ৩২৫ ভোট ও জুলিয়া আক্তার ১৮২ ভোট পেয়ে প্রতিনিধি নির্বাচিত হয়। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে চুড়ান্ত প্রার্থী সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশনার।

নির্বাচনে ১০ম শ্রেনীর ছাত্রী গোধুলী চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার, ৯ম শ্রেণীর ছাত্রী প্রমি দাশ ও সানজিদা সুলতানা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচন সমন্বয়ক ছিলেন- বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিক জেবুন্নাহার বেগম। নির্বাচনে ক্ষুদে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক এএম ইমতিয়াজসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এছাড়া প্রিজাইডিং, পোলিং ও নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনও করে ক্ষুদে শিক্ষার্থীরা। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাংবাদিক তানফিজুর রহমান ও মো. নুরুল করিম আরমান প্রমুখ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

এ বিষয়ে নির্বাচিত ক্ষুদে শিক্ষার্থী হুমাইরা আফরোজ ঐশি ও মেজবাবিন বৃষ্টি বলেন, বিদ্যালয়ে নিয়ম শৃঙ্খলা, পরিস্কার পরিচ্ছন্নতা ও পড়ালেখার সামগ্রীক পরিবেশ নিশ্চিত করনে সহপাঠিদের পক্ষে কাজ করবো।

এ দিকে লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে উপজেলার সব কটি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীরা ভবিষ্যতে গণতন্ত্রচর্চার পাশাপাশি যোগ্য নেতৃত্ব ও নেতৃত্ব বাছাইয়ে সাম্যক জ্ঞান লাভ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়