শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৪৯ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদককে বহিস্কার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা পারভিন, দলীয় সিদ্ধান্তকে অমান্য করে আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায়, তাকে দল থেকে বহিস্কার করেছে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি। একই সাথে অন্য সদস্যদের আসন্ন উপজেলা নির্বাচনের কোন কার্যক্রমে অংশ গ্রহন না করার জন্য আহবান জানান।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় মহিলা কলেজ প্রাঙ্গনে উপজেলা বিএনপির এক বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ও উপস্থিত সকল সদস্যদের মতামতের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বর্ধিত সভায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে, অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু, সহ-সভাপতি নজমুল হক নাজিম, আব্দুল মজিদ মন্ডল, মোজাফফর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ,যুগ্ম সাধারণ সম্পাদক শিবলি সাদিক, ছাত্র দলের সাধারণ সম্পাদক জাকিউর রহমান চঞ্চল, পৌর ছাত্র দলের সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

বর্ধিত সভায় উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মি ও ইউনিয় বিএনপির নেতা-কর্মিগণ উপস্তিত ছিলেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধিনে কোন গ্রহন যোগ্য ভোট হবে না, তাই দেশের সকল বিরোধী দল এই সরকার ও নির্বাচন কমিশনকে ঘৃন্নাভবে প্রত্যাখান করেছে। এই জন্য আসন্ন উপজেলা নির্বাচন দলীয় ভাবে বর্জন করা হয়েছে, এই নির্বাচনের সকল প্রকার কার্য্যক্রম থেকে নেতা কর্মিদের বিরতো থাকার জন্য তিনি আহবান জানান। এবং হুশিয়ারী উচ্চারন করে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ গ্রহন করার জন্য আজ মহিলা দলের সাধারণ সম্পাদক হাসিনা পারভিনের বিরুদ্ধে যে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে, আসন্ন উপজেলা নির্বাচনের কার্য্যক্রমের সাথে কোন নেতা-কর্মি জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়