শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিদানের পরামর্শে ‘নতুন নেইমারকে’ দলে ভেড়াচ্ছে রিয়াল

স্পোর্টস ডেস্ক : রোনালদো বার্নাব্যু ছেড়েছেন অনেক আগেই। সময়টা খারাপ যাওয়ায় ম্যাজিক্যাল জিদানকে গুরুর পদে ফিরিয়েছে রিয়াল মাদ্রিদ। এখন আক্রমণভাগে শাণ দিতে দরকার একজন ঝানু ফুটবলার। সেই লক্ষ্যে নেইমারকে কেনার চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু তিন দফায় নেইমার হাতছাড়া হওয়ার পর ব্রাজিলের ‘নতুন নেইমার’ ট্যাগ পাওয়া ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টা করছে রিয়াল। পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে খেলা এইডের মিলিতাওকে ৫০ মিলিয়ন ইউরোতে বার্নাব্যুতে আনছে রিয়াল। খবর গোল, স্কাই স্পোর্টস ও মার্কা।

আজ রিয়াল মাদ্রিদ ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এইডের মিলিতাও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের হয়ে খেলবেন, এ ব্যাপারে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ ও এফসি পোর্তো।’ এ মৌসুম শেষে রিয়ালে যোগ দেবেন মিলিতাও।

চলতি মৌসুমে লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে তিনটি গোল আছে মিলিতাওর। মাত্র তিন গোল করা ফুটবলার দিয়ে নেইমারকে ভুলছে রিয়াল, এমন নয়। ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ে রিয়ালের আক্রমণভাগ নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু এ মৌসুমে দলটির রক্ষণই সবচেয়ে বেশি ভুগিয়েছে। রক্ষণের চিড় আটকাতে তাই দ্রুত কাউকে আনা দরকার ছিল। এদের মিলিতাও সে কাজেই আসছেন। ব্রাজিলিয়ান এই ফুটবলার রক্ষণভাগে খেলেন। ২১ বছর বয়সী এ মৌসুমেই ইউরোপে এসেছেন।

এ মৌসুমে লিগে ২৫ ম্যাচে মাত্র ১৫ গোল খেয়েছে পোর্তো। এর পেছনে সাবেক রিয়াল কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মিলিতাওর। মৌসুমে এখনো পর্যন্ত ১৮ ম্যাচে কোনো গোল খেতে হয়নি পোর্তোকে। এর পেছনেও রাইটব্যাক থেকে সেন্টারব্যাকে বদলে যাওয়া মিলিতাওর ভূমিকাকেই বড় করে দেখেছেন সবাই। ইউরোপের বেশ কয়েকটি দল মিলিতাওর ব্যাপারে আগ্রহ দেখালেও রিয়ালই শেষ পর্যন্ত দলে ভেড়াতে পেরেছে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়