শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০২:২৩ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে স্টেশন থাকলেও থামছে না ট্রেন, টিকিট ইন্সপেক্টরকে বেদম প্রহার!

সাদ্দাম হো‌সেন: ঠাকুরগাঁও পীরগঞ্জে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ট্রেনের নাগাল পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে পীরগঞ্জে স্টেশন থাকলেও  আকস্মিক কারণে থামছে না ট্রেন। এবিষয়ে রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ট্রেন টিকিট ইন্সপেক্টরকে বেদম প্রহারের ঘটনা উঠে আসে!

স্থানীয় সূত্র বলছে, আন্ত:নগর ট্রেনের টিটিই (ট্রেন টিকিট ইন্সপেক্টর) মো. রাসেলকে মারপিট ও লাঞ্চিত করার কারণে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা রেলষ্টেশনে সকল প্রকার ট্রেন না থামানোর ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।

বৃহষ্পতিবার সকাল থেকে সেটি কার্যকর হয়েছে বলে টেলিফোনে জানিয়েছেন ঠাকুরগাঁও রোড রেল স্টেশন মাস্টার আখতার হোসেন। বুধবার রাতে ষ্টেশনে এই সংক্রান্ত নোটিশ সাঁটানো হয়েছিল। নোটিশে পীরগঞ্জ রেল স্টেশনের নিকটবর্তী স্টেশনে যাত্রীদের উঠানামা করার জন্য বলা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের স্টেশন মাস্টার আরো জানান, গেল রাত (বুধবার দিবাগত) সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেনটি পীরগঞ্জ ষ্টেশনে এসে পৌঁছলে কিছু যাত্রী ট্রেনের টিটিই রাসেলকে ট্রেন থেকে নামিয়ে মারপিট করে টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।

পীরগঞ্জের দু’জন যাত্রী টিকিট ছাড়া দিনাজপুর রেল স্টেশনে ট্রেনে ওঠে। এ নিয়ে ওই টিটিই’র সাথে তাদের বাকবিতর্ক হলে সেই দু’জন যাত্রী অজ্ঞাত লোকজন নিয়ে টিটিই’র উপর হামলা চালায়। আহত রাসেলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে রেফার্ড করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় দিনাজপুর জিআরপি থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়