শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ লাখ কোটি রূপি বাজারমূল্য অর্জন এইচডিএফসি ব্যাংকের

নূর মাজিদ : ভারতের তৃতীয় কো¤পানি হিসেবে ৬ লাখ কোটি রুপির বাজারমূল্য অর্জন করেছে দেশটির সবচাইতে লাভবান ব্যাংকিং প্রতিষ্ঠান এইচডিএফসি ব্যাংক। বুধবার ব্যাংকটির শেয়ারের দর এনএসই এবং সেনসেক্স পুঁজিবাজারে এই রেকর্ড অর্জন করে। ইতোপূর্বে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ এবং টাটা কনসালটেন্সি এই বিরল রেকর্ডের অধিকারী ছিলো। ইকোনমিক টাইমস

দেশটির অর্থনৈতিক গণমাধ্যম জানায়, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিগত তিনদিন ধরেই পুঁজিবাজারে তেজিভাব দেখা গেছে। এই তেজিভাব এইচডিএফসি ব্যাংকের শেয়ারের দরবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। বুধবার ২ দশমিক ৬ শতাংশ দাম বেড়ে ব্যাংকটির প্রতিটি শেয়ার ২ হাজার ২২৬ রুপিতে লেনদেন করা হয়। এদিন সেনসেক্স বাজারেও বলিষ্ঠ অবস্থান ধরে রাখে এইচডিএফসির শেয়ার। কার্যদিবস শেষে ব্যাংকটি পুঁজিবাজারের টপ গেইনার তালিকায় স্থান করে নেয়। এসময় তাদের মোট বাজারমূল্য ৬ লাখ ৬ হাজার কোটি রুপিতে এসে দাঁড়ায়।

এই বিষয়ে দেশটির পুঁজিবাজার বিশেষজ্ঞ সঞ্জীব ভাসিন বলেন, বর্তমানে পুঁজিবাজারে সবচাইতে দামী ব্যাংকিং কো¤পানি হলো এইচডিএফসি ব্যাংক। (এদিন) কো¤পানিটির প্রতিটি শেয়ার গড়ে ৫ দশমিক ৫ বার উচ্চমুল্যে বুক করা হয়। জুলাইয়ে সমাপ্ত অর্থ-বছরের আগেই কো¤পানিটির শেয়ার ২হাজার ৬৫০ রুপি দর অর্জন করতে পারে বলেও তিনি মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়