শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

ইমাম হোসেন, মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৫ নং ওচমানপুর ইউনিয়নের জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট রোড়ে এই দূর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীরা প্রজেক্ট বাজার থেকে জোরারগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্য ওচমানপুর ইউনিয়নের লোহারপোল এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উত্তর পাশে থাকা একটি বড় গাছের সাথে ধাক্কা লাগে। এতে তারা সবাই সিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তান নগর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন। এরপর গুরুতর অন্যজন চিকিৎসাধীন অবস্থায় ৫ মিনিট পরে মারা যায়।

নিহতরা হলেন, জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার নুরুল আফছারের ছেলে আরিফ (২৫), ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ইসমাইল (২০) এবং মীরসরাই থানাধীন মলিআইশ গ্রামের শাহ আলমের ছেলে মেহেদী (৩০)। এ বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন কুমার সিংহ জানান, দূর্ঘটনা কবলিত ৩ জনকে হাসপাতালে আনা হলে আমরা ২ জনকে মৃত পাই। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। নিহতদের লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছেন।

এবিষয়ে জোরারগঞ্জ থানার মোবাইল ডিউটিরত কর্মকর্তা এসআই নুর আলম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দূর্ঘটনাকবলিত নম্বর বিহীন (অনটেস্ট) মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ তাদের পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়