শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী দু’পাশ দখলমুক্ত রাখতে উচ্ছেদ চলমান থাকবে, বললেন পানি সম্পদ উপমন্ত্রী

আহমেদ জাফর : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম পানি সম্পদ উপমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনুযায়ী নদীতীর দখল মুক্ত রাখতে উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান থাকবে। বর্তমান সরকার বাংলাদেশের নদ-নদীগুলো দখলমুক্ত করতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত নাগরিক সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সামনে পানি সম্পদ উপমন্ত্রী একথা বলেন তিনি।

শামীম বলেন, দেশের জলাবদ্ধতা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে কাজ শুরু করেছি। ইতোমধ্যে এলাকাগুলো চিহ্নিত করে ভাঙ্গন ও জলবদ্ধতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে সরকার। এবার বর্ষা মৌসুমে দেশবাসীকে দুর্যোগ থেকে মুক্ত রাখতে মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। নদী রক্ষায় সরকারি কর্মকাÐের পাশাপাশি জনগণকে সচেতন হয়ে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় তিনি সমাজের গুনী ও সচেতন ব্যক্তিদের নদী দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বলেন। নদী দখলমুক্ত রাখতে উচ্ছেদ কার্যক্রমে সরকারকে সহযোগিতা করার অনুরাধও জানান।

নদী দখলমুক্ত রাখতে সাংবাদিকদের ভ‚মিকা আছে উল্লেখ করে বলেন, মিডিয়ার মাধ্যমে আমরা সহজেই দখলদার ও দ‚ষণকারীদের চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে পানি সম্পাদ মন্ত্রণালয়। এই ভূমিকা আগামীতেও অব্যাহত রাখার আহব্বান জানান তিনি।

পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর সমন্বিতভাবে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীরতীর দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

নাগরিক সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত, সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক মনির মুন্সি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়