শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পঁচা দুর্গন্ধযুক্ত রাজনীতি বাদ দিয়ে সিনেমার স্বার্থে কাজ করুন’

মহিব আল হাসান : ইতিবাচক আলোচনা না হলে আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব সিনেমাহল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। এমন ঘটনায় চটেছেন ঢাকাই ছবির ‘মিয়া ভাই’ খ্যাত নায়ক ফারুক।

এ বিষয়ে চিত্রনায়ক ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের সময় ডট কমের সাথে কথা বলেন। তিনি ক্ষোপ নিয়ে বলেন, ‘ ‘বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নিয়েছে তা আমি শুনেছি। কিন্তু তাদের এই সিদ্ধান্ত নিয়ে আমি হতবাক। তারা কিভাবে এমন সিদ্ধান্তের ঘোষণা দিতে পারে। ঘাষণার কোনো যৌক্তিকতা নেই। এটা ঘাড় বাঁকামির মতো কথা।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রের এমন সংকটময় সময়ে এসে যে সিদ্ধান নিয়েছে প্রদর্শক সমিতি তা তাদের একার সিদ্ধান্ত। মোটেও এই সিদ্ধান্ত হল মালিকদের দিয়ে নয়। ব্যক্তিগত কারণে তাদের এই সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের চলচ্চিত্রের সার্থে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন এক সাথে নিয়ে কাজ করা উচিৎ ছিলো। হয়তো একটা সমাধানে যাওয়া যেত। এরপর সে সিদ্ধান্তের কথা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরা। সবাই মিলে একটা সমাধান বের করা। এভাবে হুট করে সিনেমা হল বন্ধের ঘোষণা দেওয়া তাদের ঠিক হয়নি।’

সিনেমা হল বন্ধের ঘোষণা টেনে নায়ক ফারুক বলেন, ‘সিনেমা হল বন্ধ করে দিলে কী হবে? সরকার কী সিনেমা শিল্প বন্ধ করে দিবে না বিক্রি করে দিবে? আসলে ব্যক্তির সার্থে টান লাগলে মানুষ কিছু সিদ্ধান্ত নেয় সেটা অন্যের জন্য ক্ষতিকর হয়। আমি বলবো এফডিসি ও কাকরাইল পাড়ায় যে রাজনীতি চলছে তা পঁচা দুর্গন্ধযুক্ত। তাই এই পঁচা দুর্গন্ধ রাজনীতি থেকে বেরিয়ে এসে সিনেমার স্বার্থে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়