শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ১১:৪১ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিসাসের সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক মোঃ লতিফুল ইসলাম

জয়নুল হক, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯-২০ সেশনের হুমায়ুন কবির সভাপতি এবং মোঃ লতিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৪মার্চ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা হতে বিকাল ১ঃ৩০ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোঃ লতিফুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়াও সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি রাশেদ হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি সাহাদাৎ হোসাইন রাহাত, অর্থ সম্পাদক পদে দি নিউ নেশন পত্রিকার প্রতিনিধি রবিউল আলম, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আহসান জোবায়ের নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে দৈনিক ভোরের পাতা পত্রিকার প্রতিনিধি মাসুম বিল্যাহ ও দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রতিনিধি হারুনুর রশিদ নির্বাচিত হন।

এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রক্টর ড. নূর মো‏হাম্মাদ এবং নির্বাচন কমিশনার হিসেবে সহকারী প্রক্টর জনাব কাজী মোঃ নাাসির উদ্দীন ও ড. মোস্তফা কামাল দায়িত্ব পালন করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রক্টর ড. নূর মো‏হাম্মাদ উপাচার্যের কনফারেন্স কক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব-নির্বাচিত সদস্যবৃন্দ উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়