শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ০১:২৩ রাত
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজয়ের বৃত্তে থেকে শেষ টেস্টে স্বস্তি খুঁজছে রিয়াদ-তামিমরা

এল আর বাদল : নিউজিল্যান্ড সফরে পরাজয়ের বৃত্তে থেকে স্বস্তি খুঁজছে বাংলাদেশ। সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজের দুটিতে ইনিংস ব্যবধানে হেরে খাদে পড়ে আছে টাইগাররা। এখন তাদের জন্য বাকি রয়েছে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ। তবে টাইগার নেতা মাহমুদ উল্লাহ রিয়াদ এই টেস্টে স্বস্তি খুঁজছেন, তিনি চাইছেন শেষ টেস্টে অন্তত ড্র নিয়ে দেশে ফিরতে।

আজ ওয়েলিংটন থেকে ক্রাইস্টার্চে পৌঁছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মিডিয়ার সামনে। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত ভোর ৪টায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ।

এই টেস্টে নিজেদের সেরাটা উজার করে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন রিয়াদ-তামিমরা। আগের দুই টেস্ট ম্যাচ হারের জন্য অধিনায়ক ব্যাটসম্যানদের দোষারোপ করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা হারের কারণ হিসাবে নবীন ক্রিকেটারকে দুষছেন। এবার নবীন পেসারদের নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট মোকাবেলা করছে বাংলাদেশ।

এর মধ্যে একমাত্র মুস্তাফিজ ছাড়া বাকি তিন জনের টেস্ট খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। এই অভিজ্ঞতাটাকেই নিজেদের বিশেষ দুর্বলতা হিসেবে দেখছেন উঠতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। তার মতে লাল বলে ভালো করতে হলে আরও বেশি বেশি টেস্ট খেলতে হবে।

আবু জায়েদ রাহী এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৫টি টেস্ট। বাকি দু’জন খেলেছেন দুটি করে। উঠতি তরুণ এবাদত হোসেনের অভিষেকই হয়েছে ব্লাক ক্যাপসদের বিপক্ষে। এই অভিজ্ঞতার কারণেই তাসমান সাগরের ওপারে খুব একটা সুবিধা করতে পারছে না বাংলাদেশ। তবে শনিবার ক্রাইস্টচার্চে কেমন করবে বাংলাদেশ, সেটাই ভাবাচ্ছে ক্রিকেট প্রেমীদের।

ইনজুরির কারণে টেস্ট সিরিজে এখনো মাঠে নামা হয়নি দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীমের। তবে ধারণা করা হচ্ছে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে ফিরতে যাচ্ছেন তিনি।

আজ বিকেলে আলাপে সে ইঙ্গিতই দিয়েছে ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানিয়েছেন নিউজিল্যান্ডের স্থানীয় সময় বিকেলের পর ক্রাইস্টচার্চ পৌঁছেছে টাইগাররা। তাই এখনই চূড়ান্ত কিছু জানানো সম্ভব নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়