শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিক-আশরাফুলের পাশে বিজয়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করেন প্রাইম ব্যাংক অধিনায়ক এনামুল হক বিজয়। যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শতকের রেকর্ড। এবং এরই সাথে সাথে তামিমের পরেই অবস্থান গ্রহণ করে মুশফিক-আশরাফুলদের পাশে রয়েছেন।

লিস্ট ‘এ’ ক্রিকেটের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। তার সেঞ্চুরির সংখ্যা ১৬টি। ম্যাচ খেলেছেন মোট ২৩২ টি। দুই শতাধিক ম্যাচে তার ঝুলিতে ৮৩৫৫ রান। সমান দশটি করে শতক নিয়ে দ্বিতীয়স্থানে আছেন তিনজন। তারা হলেন- মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল ও এনামুল হক বিজয়। যার মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ২৮০টি ম্যাচ খেলেছেন মুশফিক। তার সংগ্রহ ৮২৭১ রান। আশরাফুল খেলেছেন ২৫৪টি। করেছেন মোট ৫৫৮৮ রান। তিনি এবারের ডিপিএলে মোহামেডানের হয়ে খেলছেন। যেখানে বিজয় মাত্র ১২৯তম ম্যাচেই পেয়েছেন দশম সেঞ্চুরি।

আজকে ৬৪ বলে ৮টি চারের সাহায্যে অর্ধশতক তুলে নেন বিজয়। সেটাকে পরে রূপান্তর করেছেন শতকে। ১১১ বলে এবারের আসরে নিজের প্রথম শতকের দেখা পান তিনি। অপরাজিত ১০০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই ডান হাতি ব্যাটসম্যান। তার ১১১ বলের ইনিংসটি ১২টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল। যা তার লিস্ট ‘এ’ ক্রিকেটের দশম সেঞ্চুরি।

ক্রিকেটের এই সংস্করণে ১২৯ ম্যাচে তার সংগ্রহ মোট ৩৯৮৬ রান। অর্ধশতক করেছেন ১৮টি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ব্যাটিং গড় ৩২.৯৩। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ১৫০ রান। স্ট্রাইকরেট ৭৮.৯৮। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন এনামুল হক।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন ইমরুল কায়েস। লিস্ট ‘এ’ ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটসম্যানের সেঞ্চুরির সংখ্যা ৯। খেলেছেন ১৬২টি ম্যাচ। ডিপিএলের চলতি আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

৮টি করে সেঞ্চুরি নিয়ে চতুর্থস্থানে আছেন তিন জন। দুই ডানহাতি ব্যাটসম্যান নাঈম ইসলাম ও লিটন কুমার দাস এবং বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। নাঈম ও নাফীস খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। লিটন এখন জাতীয় দলের সাথে নিউজিল্যান্ডে আছেন। ফিরে এসে যোগ দেবেন প্রাইম দোলেশ্বরের শিবিরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়