শিরোনাম

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসার জন্য দেশ ছাড়লেন মোশাররফ রুবেল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ব্রেইন টিউমারে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। তার এই অসুখ সারাতে তিনি আশ্রয় নিচ্ছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে সিঙ্গাপুরগামী ফ্লাইটে চড়ে রুবেল দেশ ত্যাগ করেন। এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী-সন্তানসহ তাকে বিদায় জানান পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। সিঙ্গাপুরের বিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে চিকিৎসা গ্রহণ করবেন তিনি। আগামী ৩-৪ দিনের মধ্যেই তার অস্ত্রোপচার করার কথা রয়েছে।

গত সপ্তাহে হুট করে রুবেল জানতে পারেন তার এই জটিল রোগ সম্পর্কে। বিসিবি ও সতীর্থদের সহায়তায় চিকিৎসার অর্থ জোগাড়ের পর বিলম্ব না করেই চিকিৎসকের শরণাপন্ন হতে হচ্ছে তাকে। যাওয়ার আগে প্রত্যাশা করেছেন দ্রুত সেরে ওঠার। রুবেল বলেন, ‘যদি প্রাথমিক অবস্থায় থাকে বা ক্যান্সারের মত কিছু না হয় তাহলে আশা করি খুব দ্রুতই ফেরা যাবে। এরপর তিনমাস পর আবার ফলোআপে যেতে হবে। তারপর আশা করি সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাাহ্।’

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৯২টি উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান রয়েছে তার সংগ্রহে।

বিপিএলের ষষ্ঠ আসর চলাকালীন সময়েই তিনি অসুস্থ বোধ করেন। পরে সে বিসিবির মেডিকেল টিমের সাথেও কথা বলেছিলেন তার অসুস্থতা নিয়ে। সেখান থেকেও সঠিক দিকনির্দেশনা পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারটি প্রাথমিক পর্যায়ে আছে। দ্রুত চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন তিনি।

রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের টাকার চাহিদার কথা জানতে পেরে রুবেলের সহায়তায় এগিয়ে আসেন ক্রিকেট অঙ্গনের অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়