শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৭:০৬ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ৬

সুজন কৈরী : মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১হাজার ২২০পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাবের এ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বুধবার ব্যাটালিয়নের ধলপুরের সিপিএসসির সিনিয়র সহকারী পরিচালক আলী রেজা রাব্বীর নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা হলো- মো. কামরুল হাসান (৪০) ও মো. স্বপন খান (৪৮)। ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে মোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ সাড়ে ৬ হাজার টাকা জব্দ করা হয়।

এদিকে ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. শাহিনুর চৌধুরী ও এসপি মো. শহিদুল হক মুন্সির সমন্বয়ে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৯নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তার হালো- রোকসানা (৬৫), সুমি (২৫), মামুন (৩৬) ও সোলায়মান (৩০)। তাদের কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১১টি মোবাইল ও নগদ ৭হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়