শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৬:০৯ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা উচিত, বললেন ডা. জাহিদ হোসেন

জুয়েল খান : বিএনপি প্রথম থেকেই বলে আসছে খালেদা জিয়ার সুচিকিৎসা চাই। খালেদা জিয়া একজন বয়স্ক মানুষ এবং তিনি নানাবিধ জটিল রোগে ভুগছেন। তিনি এমন কিছু ঔষধ খান যার কারণে ১৫ দিন অন্তর মেডিকেল চেকআপ করতে হয়। এখন তিনি গুরুতর অসুস্থ, প্রথম যেদিন গ্রেপ্তার হয়েছিলেন সেদিন তিনি পায়ে হেঁটেছেন, কিন্তু এখন তিনি হুইল চেয়ারে বসেন, তার মানে তিনি খুবই অসুস্থ বলে মনে করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, আগে যখন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় তখন উচ্চ আদালতের রায়ে বলা ছিলো খালেদা জিয়ার চিকিৎসার সময় তার ব্যক্তিগত চিকিৎসক এবং সরকারের গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা মিলে খালদা জিয়ার চিকিৎসা করা হবে, তবে সেখানে ড্যাব অথবা স্বাচিপের কেউ উপস্থিত থাকবেন না। হাসপাতালে ভর্তির পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়া হয়নি। যে হাসপাতালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রভাবিত করা যাবে না, যেখানে রোগীর ডাক্তার স্বাধীনভাবে চিকিৎসা দিতে পারবে তার জন্য বিশেষায়িত বেসরকারি হাসপাতালের কথা বলা হয়েছে। এছাড়া যে ডাক্তার কিংবা হাসপাতালের প্রতি রোগীর আস্থা আছে সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের দক্ষতা কম আছে বা নেই সেটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে চিকিৎসাকে প্রভাবিত করা। বেসরকারি হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে এতোটা প্রভাবিত করা যায় না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়