শিরোনাম
◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা ◈ শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত ◈ খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কার: যেসব কারণে স্মরণীয় হয়ে থাকবেন তিনি ◈ দিল্লিতে দাঁড়িয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৬:০৯ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা উচিত, বললেন ডা. জাহিদ হোসেন

জুয়েল খান : বিএনপি প্রথম থেকেই বলে আসছে খালেদা জিয়ার সুচিকিৎসা চাই। খালেদা জিয়া একজন বয়স্ক মানুষ এবং তিনি নানাবিধ জটিল রোগে ভুগছেন। তিনি এমন কিছু ঔষধ খান যার কারণে ১৫ দিন অন্তর মেডিকেল চেকআপ করতে হয়। এখন তিনি গুরুতর অসুস্থ, প্রথম যেদিন গ্রেপ্তার হয়েছিলেন সেদিন তিনি পায়ে হেঁটেছেন, কিন্তু এখন তিনি হুইল চেয়ারে বসেন, তার মানে তিনি খুবই অসুস্থ বলে মনে করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, আগে যখন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় তখন উচ্চ আদালতের রায়ে বলা ছিলো খালেদা জিয়ার চিকিৎসার সময় তার ব্যক্তিগত চিকিৎসক এবং সরকারের গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা মিলে খালদা জিয়ার চিকিৎসা করা হবে, তবে সেখানে ড্যাব অথবা স্বাচিপের কেউ উপস্থিত থাকবেন না। হাসপাতালে ভর্তির পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়া হয়নি। যে হাসপাতালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রভাবিত করা যাবে না, যেখানে রোগীর ডাক্তার স্বাধীনভাবে চিকিৎসা দিতে পারবে তার জন্য বিশেষায়িত বেসরকারি হাসপাতালের কথা বলা হয়েছে। এছাড়া যে ডাক্তার কিংবা হাসপাতালের প্রতি রোগীর আস্থা আছে সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের দক্ষতা কম আছে বা নেই সেটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে চিকিৎসাকে প্রভাবিত করা। বেসরকারি হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে এতোটা প্রভাবিত করা যায় না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়