শিরোনাম
◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন ◈ দক্ষ জনশক্তি ও টেকসই উন্নয়নে সমবায় খাত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা ◈ শনিবার খুলছে সেন্টমার্টিনের দ্বার, জাহাজ চালাবেন না মালিকেরা ◈ কথা সত্য, সাকিবের মতো চোর-চোট্টা, ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না: প্রেস সচিব

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৬:০৯ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা উচিত, বললেন ডা. জাহিদ হোসেন

জুয়েল খান : বিএনপি প্রথম থেকেই বলে আসছে খালেদা জিয়ার সুচিকিৎসা চাই। খালেদা জিয়া একজন বয়স্ক মানুষ এবং তিনি নানাবিধ জটিল রোগে ভুগছেন। তিনি এমন কিছু ঔষধ খান যার কারণে ১৫ দিন অন্তর মেডিকেল চেকআপ করতে হয়। এখন তিনি গুরুতর অসুস্থ, প্রথম যেদিন গ্রেপ্তার হয়েছিলেন সেদিন তিনি পায়ে হেঁটেছেন, কিন্তু এখন তিনি হুইল চেয়ারে বসেন, তার মানে তিনি খুবই অসুস্থ বলে মনে করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, আগে যখন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় তখন উচ্চ আদালতের রায়ে বলা ছিলো খালেদা জিয়ার চিকিৎসার সময় তার ব্যক্তিগত চিকিৎসক এবং সরকারের গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা মিলে খালদা জিয়ার চিকিৎসা করা হবে, তবে সেখানে ড্যাব অথবা স্বাচিপের কেউ উপস্থিত থাকবেন না। হাসপাতালে ভর্তির পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের খালেদা জিয়ার সাথে দেখা করতে দেয়া হয়নি। যে হাসপাতালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রভাবিত করা যাবে না, যেখানে রোগীর ডাক্তার স্বাধীনভাবে চিকিৎসা দিতে পারবে তার জন্য বিশেষায়িত বেসরকারি হাসপাতালের কথা বলা হয়েছে। এছাড়া যে ডাক্তার কিংবা হাসপাতালের প্রতি রোগীর আস্থা আছে সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তারদের দক্ষতা কম আছে বা নেই সেটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে চিকিৎসাকে প্রভাবিত করা। বেসরকারি হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে এতোটা প্রভাবিত করা যায় না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়