শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিপক্ষে শতক হাকিয়ে রেকর্ড গড়লেন খাজা

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ১০ বছর পর ভারতের মাঠে সিরিজ জিতলো সফরকারী অস্ট্রেলিয়া। অনবদ্য এক সিরিজ খেলেন অজি ওপেনিং ব্যাটসম্যান উসমান খাজা। নিজের ক্যারিয়ার প্রথম শতকটিও করেন এই সিরিজেই। সিরিজের শেষ ম্যাচেও মারকুটে ব্যাটিং চালিয়েছেন অজি এই ক্রিকেটার। আর এই ব্যাটিং দিয়ে তিনি গড়েছেন নতুন কিছু রেকর্ড।

ব্যাটিং উদ্বোধন করতে নেমে ১০৬ বলের মোকাবেলায় ১০০ রান করে থামেন খাজা। তার এই ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেওয়া খাজা চলমান সিরিজেই পেয়েছিলেন নিজের প্রথম সেঞ্চুরির দেখা।

পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ভারতের মাটিতে এর আগে সবচেয়ে বেশি রান ছিল ভিলিয়ার্সের। ২০১৫ সালে দ. আফ্রিকার সাবেক এই অধিনায়ক করেছিলেন ৩৫৮ রান। খাজা সিরিজের পাঁচ ইনিংস শেষে নামের পাশে যোগ করেছেন ৩৮৩ রান। ডি ভিলিয়ার্সকে পেছনে তো ফেলেছেনই, এছাড়াও এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্যারিবীয় গর্ডন গ্রিনিজ (১৯৮৩ সাল) ও শ্রীলঙ্কান তিলকরতেœ দিলশানকেও ছাড়িয়ে গেলেন তিনি। দুজনই করেছিলেন ৩৫৩ রান।

ভারতের বিপক্ষে যেকোন ভেন্যুতে পাঁচ ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করার দিক থেকেও খাজা এখন শীর্ষে। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে। উইলিয়ামসন নিজেদের মাটিতে ভারতের বিপক্ষে করেছিলেন ৩৬১ রান।

দুর্দান্ত শতকের ইনিংস দিয়ে যে নতুন রেকর্ড গড়েছেন তার আরো একটি রেকর্ডের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন এবি ডি ভিলিয়ার্সকে। একইসাথে স্পর্শ করেছেন ক্রিস গেইলকে। পাঁচ ম্যাচের সিরিজে চারবার বা তারও বেশিবার ৫০ রান বা এই রানের চেয়েও বড় ইনিংস খেলেছেন তিনি। এর আগে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে চারটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস দেখা গিয়েছিল গেইলের ব্যাটেও। ২০০২ সালে ক্যারিবীয় বিধ্বংসী ব্যাটসম্যান গড়েছিলেন এই কীর্তি। ভারতের বিপক্ষে এক সিরিজে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস ছিল ডি ভিলিয়ার্সের। এই রেকর্ডের দিক থেকে তরুণ উসমান খাজা ছাড়িয়ে গেলেন দ. আফ্রিকা জাতীয় দলের সাবেক অধিনায়ককে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়