শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষায় অবৈধ সুযোগ দেয়ার অভিযোগে চবি শিক্ষক বহিষ্কার

নিউজ ডেস্ক: পরীক্ষায় অবৈধ সুযোগ দেয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সুপ্তিকণা মজুমদারকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আরেকজন শিক্ষক সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাথকে ৩ বছরের জন্য সকল ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম কে নূর আহমেদ ও ডেপুটি রেজিস্ট্রার শামসুল আলম স্বাক্ষরিত এক আদেশে এসব বিষয় জানানো হয়৷ চবি কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) সংবিধির ১৫(বি) ধারা অনুসারে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। সিন্ডিকেটের ৫২০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আদেশে বলা হয়, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এবং সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় বহিষ্কার করা হয়েছে প্রফেসর ড. সুপ্তিকণা মজুমদারকে। অন্যদিকে নিজের দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা ও দুঃখপ্রকাশ করায় সহকারী অধ্যাপক শিপক কৃষ্ণ দেবনাথকে ৩ বছরের জন্য সকল ধরণের পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার আদেশ দিয়ে তাকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩য় বর্ষ (সম্মান) পরীক্ষার ৩০৮ নং কোর্সের (প্রাচীন ভারতীয় সমাজ ও সংস্কৃতি) পরীক্ষার কাজে দায়িত্বে অবহেলা, অনিয়ম, দুর্নীতি এবং পরীক্ষার খাতা জালিয়াতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর আবেদন করেন উক্ত বিভাগের তৎকালীন প্রভাষক (বর্তমানে সহকারী অধ্যাপক) লিটন মিত্র। উক্ত কমিটি তদন্ত শেষে লিটন মিত্রের আনীত অভিযোগের সত্যতা খুঁজে পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়