শিরোনাম

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়ার্নকে উড়িয়ে দিয়ে শেষ আটে লিভারপুল

স্পোর্টস ডেস্ক: আলিয়াঞ্জ অ্যারেনায় মাঠে বায়ার্নকে হারিয়ে কোয়াটার ফাইনালে উঠলো লিভারপুল। প্রতিযোগিতামূলক ফুটবলে লিভারপুলের বিপক্ষে জয়ের খরাটা রয়েই গেলো বায়ার্ন মিউনিখের। জার্মান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

শেষ ষোলোর ফিরতি পর্বে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। ইংলিশ দলটির হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। অন্য গোলটি ভার্জিল ফন ডাইকের। অ্যানফিল্ডে প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল।

২৬তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন মানে। মাঝমাঠ থেকে ফন ডাইকের উড়ে আসা বলে তার প্রথম স্পর্শ ছিল দুর্দান্ত। সঙ্গে লেগে থাকা ফেরেইরা দে সোসা বিভ্রান্ত হয়ে এগিয়ে যান অনেকটা। বিপদ দেখে ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করেন গোলরক্ষক মানুয়েল নয়ার। তাকে এড়িয়ে ফাঁকা জালে বল পাঠান ছন্দে থাকা মানে।

৩৯তম মিনিটে সৌভাগ্যের গোলে সমতায় ফেরে বায়ার্ন মিউনিখ। সের্গে জিনাব্রির নিচু ক্রস পোস্টের পাশ দিয়ে বাইরে পাঠানোর চেষ্টায় জালে পাঠিয়ে দেন জোয়েল মাতিপ। লিভারপুলের চতুর্থ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে আত্মঘাতী গোল করা এই ডিফেন্ডারের সামনে খুব বেশি বিকল্প ছিল না। কারণ, তার ঠিক পেছনেই ছিলেন অরক্ষিত লেভানদফস্কি। তার গোল করতে স্রেফ একটা টোকা দিতে হতো।
৬৯তম মিনিটে আবার এগিয়ে যায় লিভারপুল। জেমস মিলনারের দারুণ কর্নারে সবার উঁচুুতে লাফিয়ে চমৎকার হেডে বল জালে পাঠান ফন ডাইক।

৭৫তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ঠিক মতো শট নিতে পারেননি মোহামেদ সালাহ। কোনোমতে দলকে বিপদমুক্ত করেন নয়ার। শট না নিয়ে শুরুতেই মানেকে বল বাড়াতে পারতেন সালাহ, ডি-বক্সে তিনি ছিলেন অরক্ষিত।
এই ভুল কিছুক্ষণ পর পুষিয়ে দেন সালাহ। ডি-বক্সের বাইরে থেকে উঁচু করে বল বাড়ান এই ফরোয়ার্ড। দারুণ হেডে নয়ারকে ফাঁকি দিয়ে ৮৪তম মিনিটে ব্যবধান বাড়ান মানে। বাকি সময়ে গোল পায়নি কোনো দলই।

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পারের পর ইংল্যান্ডের চতুর্থ দল হিসেবে এবারের আসরের কোয়ার্টার-ফাইনালে উঠল লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়