শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৮:১৮ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে হচ্ছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব

ডেস্ক রিপোর্ট : রাজশাহীতে আগামী ১৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে শুরু হতে যাওয়া ১০ দিনের এ উৎসবে ভারত, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

বুধবার (১৩ মার্চ) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উৎসব উদযাপনের প্রধান পৃষ্ঠপোষক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘আগামী ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। এ উপলক্ষে সারা দেশে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। আমরা এক বছর আগেই রাজশাহীতে সূচনা করলাম। এসব কর্মকাণ্ড আমাদের আগামী বছর আরও বিভিন্ন কর্মকাণ্ড আয়োজন করতে উৎসাহিত ও উজ্জীবিত করবে।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেন। লিখিত বক্তব্য তুলে ধরেন কমিটির সদস্য সচিব কবি আরিফুল হক কুমার। তিনি বলেন, ‘উৎসব উপলক্ষে লালনশাহ মুক্তমঞ্চে ৭ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান। ১১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব। এই উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে আগত প্রখ্যাত নাটকের দলগুলো।’

উৎসবের মূল পর্ব আগামী ১৭ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৬ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ নগরভবনের গ্রিন প্লাজায় উৎসব উদ্বোধন করবেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য কবি শেখ হাফিজুর রহমান। এই উৎসবে নগরীর প্রধান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর চারটি জনবহুল স্থানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী কামারুল্লাহ সরকার, শাহ মখদুম কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান, বর্তমান অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম প্রমুখ।
সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়