শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০৪:১৮ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশ বছর পর ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

আক্তারুজ্জামান : টানা দুই ম্যাচ জিতে এগিয়ে গিয়েও সিরিজ জিততে পারলো না ভারত। উল্টো টানা তিন ম্যাচ জিতে ভারতের মাটি থেকে সিরিজ জিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের চার ম্যাচ শেষে ২-২ সমতা ছিল। দিল্লীতে অঘোষিত ফাইনালে ভারতকে ৩৫ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে শিরোপা জিতে নিলো সফরকারীরা।

অস্ট্রেলিয়ার ২৭২ রানের জবাবে পুরো ৫০ ওভার শেষে ২৩৭ রানে সবকটি উইকেট হারিয়েছে বিরাট কোহলিরা। এই জয়ে দশ বছর পর ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। এর আগে ২০০৯ সালে সর্বশেষ ভারতের মাটি থেকে ওয়ানডে সিরিজ জিতেছিল অজিরা।

সিরিজ শুরুর আগে বীরেন্দ্র শেবাগের দেখানো বিজ্ঞাপনের শিকার হতে হলো টিম ইন্ডিয়াকে। যেখানে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার হিসু করে দেওয়ার কথা, সেখানে ভারতীয় দলই নিজের মাটিতে লুটোপুটি খেলো। অন্যদিকে নিজেদের মাটিতে সিরিজ হারের বেদনা ভাতের মাটিতে এসে ভুললো অ্যারন ফিঞ্চরা। টানা তিন ম্যাচ সিরিজ খুইয়ে বিশ্বকাপের আগে একটা বড়সড় ধাক্কা খেলো। এই দল নিয়ে এবার কাটাছেড়া শুরু করবে টিম ইন্ডিয়ার নির্বাচকরা।

দিল্লীর ফিরোজ শাহ কোটলাতে টস জিতে শুরুতে ব্যাটিং করে দারুণ ষুচনা করে অজিরা। স্বপ্নের মতো এক সিরিজ কাটানো উসমান খাজা পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটাও চলতি সিরিজের তৃতীয় ম্যাচে পেয়েছিলেন। খাজার (১০০) শতক, হ্যান্ডসকম্বের (৫২) অর্ধশত এবং ফিঞ্চ (২৭) ও রিচার্ডসনের (২৯) প্রায় ত্রিশ ছোঁয়া ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে। ভারতের হয়ে বল হাতে ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া শামি ও জাদেজা ২টি করে এবং কুলদ্বীপ একটি উইকেট নেন।

ঘরের মাঠে সিরিজ জিততে ভারতের দরকার ছিল ২৭৩ রান। এই রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে দলকে বিপদে ফেলেন শিখর ধাওয়ান (১২)। এরপর থিতু হতে পারেননি দলনায়ক কোহলিও (২০)। রোহিত শর্মার সঙ্গে ছোট ছোট জুটি গড়ে ৫ উইকেটে ১৩২ রান ওঠে ভারতের। রোহিতের (৫২) পর জাদেজার আউটে আরও বিপদে পড়ে স্বাগতিকরা। কিন্তু তখন জুটি বেঁধে প্রতিরোধ গড়েন কেদার যাদব ও ভুবনেশ্বর কুমার।

এ জুটির খেলা দেখে মনে হচ্ছিল ভারতের সিরিজ জেতা সময়ের ব্যাপার মাত্র। ৯১ রানের জুটি গড়ে দলকে তীরের দিকে নিয়ে যেতে যেতে হঠাৎ থেমে গেল ভারতের ইনিংস। কিন্তু প্যাট কামিন্স ও রিচার্ডসনের বলে থামতে হয় তাদের। ৪৬ রানে ক্রিজে থাকা ভুবনেশ্বরকে ফেরান কামিন্স এবং ৪৪ রানে কেদারকে ফেরান রিচার্ডসন। এর আগে জাম্পার ঘূর্ণিতে পড়ে একটু এলোমেলো হয়েছিল ভারতের ব্যাটিং লাইন।

তবে সর্বশেষ পুরো ৫০ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে ২৩৭ রান তোলে বিরাট কোহলিরা। ৩৫ রানে হেরে ঘরের মাঠে সিরিজই হাতছাড়া করতে হলো ভারতকে। সফরকারী দলের হয়ে ৩টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট নেন কামিন্স, রিচার্ডসন ও স্টোইনিস। ১০৬ বলে ১০০ রানের ইনিংস খেলে উসমান খাজা ম্যাচ সেরা হয়েছেন। একই সঙ্গে (৫০, ৩৮, ১০৪, ৯১ ও ১০০) সিরিজে সর্বোচ্চ ৩৮৩ রান করে সিরিজ সেরাও হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়