শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গড়ে ২৯ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন ইউরোপিয় নারীরা

লিহান লিমা: ইউরোপিয় ইউনিয়নের নারীরা গড়ে ২৯.১ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন বলে ইউরোস্যাটের এক সমীক্ষায় উঠে এসেছে। মঙ্গলবার ইউরোস্যাটের এই সমীক্ষায় বলা হয়, ইইউ’তে সন্তান জন্মদানের হারের বয়স গত পাঁচ বছরে বৃদ্ধি পেয়েছে, ২০১৩ সালে এটি ছিলো ২৮.৭ বছর। আনাদুলু এজেন্সি

সমীক্ষার এই তথ্যে বলা হয়, ২০১৭ সালে ইইউতে ৫০ লাখ ৭০ হাজার শিশু জন্মগ্রহণ করে, যা ২০১৬ সালে ছিলো ৫১ লাখ ৫০ হাজার। ইউরোস্যাটের গবেষণায় বলা হয়, এই ৫০ লাখ ৭০ হাজার শিশুর মধ্যে ৪৫ শতাংশ প্রথম সন্তান, ৩৬ শতাংশ দ্বিতীয় সন্তান ও ১৯ শতাংশ তৃতীয় সন্তান।

এই সমীক্ষায় উঠে আসে ইইউ’তে ৫শতাংশ প্রথম সন্তানই কিশোরী মায়েরা জন্ম দেয়, যাদের বয়স ২০ বছরেরও কম। এবং ৩ শতাংশ শিশুর জন্ম ৪০ বছর বা চেয়ে বেশি বয়সী মায়েদের গর্ভে। এই সময় সমীক্ষাটি জানায়, ইউরোপের ২৮ সদস্য রাষ্ট্রে ২০১৭ সালে গড়ে প্রতি নারীর প্রজননক্ষমতার হার ১.৫৯ শতাংশ। সদস্যদেশগুলোর মধ্যে ১.৯০ শতাংশ হার নিয়ে নারীদের গড় প্রজননক্ষমতার হারে এগিয়ে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় সুইডেন (১.৭৮) ও তৃতীয় আয়ারল্যান্ড (১.৭৭)। অন্যদিকে ইউরোপের সক্ষমতার হার সবচেয়ে কম মাল্টায় (১.২৬)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়