শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে বিমানবন্দর পরিদর্শনে বিমানবাহিনী প্রধান

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট বিমান বন্দর চালুর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে হেলিকপ্টার যোগে পরিদর্শনে আসেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

লালমনিরহাটের মানুষ দীর্ঘদিন ধরে বিমানবন্দরটি চালুর দাবি জানিয়ে আসছিল। যদিও এ বিষয়ে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর ) পক্ষ থেকে আনুষ্ঠনিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে লালমনিরহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, এ বিমান বন্দরটি নিয়ে বড় ধরনের পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে বিমান মেরামত ও কারখানা তৈরীর কথা ভাবছে সরকার। এসব খুটি-নাটি বিষয়ের সম্ভাব্যতা যাচাই করতে বিমান বাহিনী প্রধান পরিদর্শনে এসেছিলেন বলে তিনি জানান ।

বিমান বাহিনী প্রধান এ সময় কর্মকর্তাদের সাথে এ বিষয়ে ঘন্টাব্যাপি বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার এস এম রশিদুল হক, স্কোয়াডন লিডার খায়রুল মামুন। পরে বিকালে বিমানবাহিনী প্রধান বিমান যোগে ঢাকার উদ্দেশে রওনা দেন।

১৯৩১ সালে লালমনিরহাটের ১১৬৬ একর জমি অধিগ্রহন করে বিমানবন্দর নির্মানের কার্যক্রম সূচনা করেন বৃটিশ সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ব চলাকালীন সময়ে এ বিমান বন্দরটিই ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসাস্থল।এদিকে ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পরপরই নিস্তব্ধতায় ডুবে যেতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ বিমান বন্দরটি। তবে ১৯৫৮ সালে পুনরায় বিমান সার্ভিস চালু হয়।কিন্তু সেসময় আশানুরুপ যাত্রী না পাওয়ায় বন্ধ হয়ে যায় বিমান চলাচল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়