শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুত্বপূর্ণ পদে থাকলেও পেশাগত দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা : অধ্যাপক আনিসুজ্জামান

স্বপ্না চক্রবর্তী : সরকারপ্রধান থেকে শুরু করে দেশের বিভিন্ন গুরুত্বপদে দায়িত্ব পালন করলেও পেশাগত দায়িত্ব পালনে নারীরা বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, শুধু সংখ্যাই নয় বর্তমানে নারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতেও দায়িত্ব পালন করছে। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায়ও কৃতিত্বের সাথে কাজ করছেন নারীরা। তাই এখন সময় এসেছে নারীবান্ধব নয় মানুষ বান্ধব সমাজের। নারীকে শুধু নারী না ভেবে মানুষ ভাবাটাই এখন বড় কথা।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল হলে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেন্দ্রের সভাপতি নাসিমুন আর হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং তথ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মুহম্মদ শফিকুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ কেন্দ্রের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে অতিথিরা কেক কেটে নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলাদেশের নারী সাংবাদিকদের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। এর অন্যতম প্রমাণ এই নারী সাংবাদিক কেন্দ্র। আমরা চাই শুধু সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশা নয় পৃথিবীর সব নারীর চলার পথ সুগম হউক।

অনুষ্ঠানে নাসিমুন আরা হক মিনু নারী বলেন, সাংবাদিকদের প্রাণকেন্দ্র এই সংগঠনটি শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন জেলা-উপজেলার প্রায় ৩০০ নারী সাংবাদিকের দক্ষতা তৈরিতে প্রশিক্ষণ দিয়েছে। নারী সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে আমাদের সংগঠন। তবে সবার এক্ষেত্রে চাকরিক্ষেত্রে নিরাপদ পরিবেশসহ নারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন তিনি।

পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে নারী সাংবাদিক কেন্দ্র তাদের আয়োজনের পরিসমাপ্তি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়