শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ০১:০১ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাল্যবিবাহ ও মাদককে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গা জীবননগর উথলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা “মাদক ও বাল্যবিয়েকে না বলুন, বাল্যশিক্ষাকে হ্যা বলুন’’ এ স্লোগান নিয়ে বুধবারে মাদক,ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে শপথ গ্রহণ করেছে।

একই সঙ্গে মেয়েরা ১৮ বছর এবং ছেলেরা ২১ বছরের আগে বিয়ে করবে না বলে শপথ বাক্য পাঠ করেছে। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চত্বরে বুধবার বেলা ১০ টার সময় বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সসভাপতিত্ব করেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দীন কাজল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু প্রমুখ।

বক্তারা বলেন,‘বাল্যবিয়ে প্রতিরোধ ও বন্ধে মানসম্পন্ন শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার উপর বেশি জোর দিতে হবে। একই সঙ্গে মেয়েদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়