শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমান বাহিনী প্রধানের ৭২ পদাতিক ব্রিগেড পরিদর্শন

ইসমাঈল ইমু : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার রংপুর সেনানিবাসস্থ ৭২ নম্বর পদাতিক ব্রিগেড পরিদর্শন করেন। বুধবার ছিল ব্রিগেডটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

বিমান বাহিনী প্রধান ৭২ পদাতিক ব্রিগেডে পৌছলে ব্রিগেডের একটি চৌকস কন্টিনজেন্ট বিমান তাকে গার্ড অব অনার প্রদান করে। ব্রিগেড পরিদর্শন শেষে বিমান বাহিনী প্রধান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, ৭২ নম্বর ব্রিগেড পরিদর্শনে গিয়ে তিনি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করেন। কারণ, বাংলাদেশ বিমান বাহিনীর একজন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা উইং কমান্ডার এম কে বাশার, বীরউত্তম, টিবিটি (পরবর্তীতে এয়ার ভাইস মার্শাল ও বিমান বাহিনী প্রধান) স্বাধীনতার পরবর্তী সময়ে এই ব্রিগেডটি প্রতিষ্ঠা করেছিলেন।

উল্লেখ্য, ৭২ নং পদাতিক ব্রিগেডটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি উলে¬খযোগ্য বিগ্রেড যা বাংলাদেশের গৌরবান্বিত স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। বিমান বাহিনী প্রধান নি:স্বার্থ আত্মত্যাগ ও দৃষ্টান্তমূলক ভূমিকার জন্য এই ব্রিগেডের গর্বিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে আরো অধিকতর উচ্চতায় পৌঁছে দেয়া সম্ভব। এরপর বিমান বাহিনী প্রধান বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে লালমনিরহাট-এ অবস্থিত বিমান বাহিনীর যোগাযোগ ও রক্ষণাবেক্ষণ ইউনিট-এ যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়