শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উসমান খাজার শতকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭২

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে ক্যারিয়ার সেরা ফর্মে রয়েছেন উসমান খাজা। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ভারতের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করে অস্ট্রেলিয়া। খাজার সেঞ্চুরিতে অঘোষিত ফাইনাল ম্যাচে ২৭২ রান করে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন উসমান।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে যায় সফরকারী অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেন উসমান খাজা। তার অভিষেক সেঞ্চুরির ম্যাচে জয়ে ফিরে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পথে থাকা অসি এই ওপেনার শেষ পর্যন্ত ফেরেন ৯১ রানে। মাত্র ৯ রানের জন্য ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাননি।

বুধবার দিল্লির ফিরোজশাহ কোটলায় অঘোষিত ফাইনাল ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন উসমান খাজা। উদ্বোধনীতে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে করেন ৭৬ রানের জুটি। ২৭ রানে ফিঞ্চ আউট হলে দ্বিতীয় উইকেটে হ্যান্ডসকম্বের সঙ্গে গড়েন ৯৯ রানের জুটি।

এই জুটিতেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন খাজা। তবে সেঞ্চুরির পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ১০৬ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ১০০ রান করে ফেরেন উসমান খাজা। পাঁচ ম্যাচ সিরিজে দুই সেঞ্চুরিতে ৩৮৩ রান করেন তিনি।

সেঞ্চুরি করে খাজা আউট হওয়ার পর আর কেউই প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। এক রানে ফেরেন গ্ল্যান ম্যাক্সওয়েল। আগের ম্যাচে সেঞ্চুরি (১১৭) করা পিটার হ্যান্ডসকম্ব এদিন ফেরেন ৬০ বলে ৫২ রান করে।

ইনিংসের শেষ দিকে আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ২০ রান করে ফেরেন মার্কু স্টইনিস ও টার্নার। ১৫ রান করেন পেট কামিন্স। শেষ দিকে ২১ বলে ২৯ রান করে রান আউট হন রিচার্ডসন। অস্ট্রেলিয়া থামে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করে।

সংক্ষিপ্ত স্কোর - অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭২/৯(উসমান১০০, হ্যান্ডসকম্ব ৫২; বুমরাহ ৩/৪৮)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়