শিরোনাম

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের নানা জায়গায় প্রকাশ্যে ত্রাণসামগ্রী বিক্রি করছে রোহিঙ্গারা

নুর নাহার : কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়মিত ত্রাণ দিচ্ছে দেশি-বিদেশি সংস্থা। সেই ত্রাণ এখন পাওয়া যাচ্ছে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন খোলাবাজারে। বিশ্লেষকরা বলছেন, এনজিওগুলোর সমন্বয়হীনতা, তদারকির অভাবে এমনটি হচ্ছে। এ ছাড়াও প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ত্রাণ পাওয়ার ফলেও ক্যাম্প থেকে এসব ত্রাণ চলে যাচ্ছে বাইরে। এ ব্যাপারে নজরদারি বাড়ানোর কথা বলছে প্রশাসন। চ্যানেল ২৪

উখিয়া, টেকনাফ ছাড়াও কক্সবাজারের নানা জায়গায় প্রকাশ্যে ত্রাণসামগ্রী বিক্রি করছে রোহিঙ্গারা। শুধু কক্সবাজারই নয়, এসব সামগ্রী আসে চট্টগ্রামেও। এখানকার অনেক এলাকায় পাওয়া যাচ্ছে রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা চাল, ডাল, তেল, গুড়ো দুধসহ বিভিন্ন জিনিসপত্র।

দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ছাড়াও নানা ধরনের পণ্যসামগ্রী দেয় । সেখান থেকে তার একটি অংশ চলে যাচ্ছে ক্যাম্পের বাইরে। রোহিঙ্গারাই বিক্রি করে দিচ্ছে বলে জানালেন কয়েকজন বিক্রেতা।
বিক্রেতারা বলেন, বালুখালি বাজারে স্থানীয়ভাবে বিক্রি করে তারা। রোহিঙ্গাদের থেকে আরেকজন কিনে এনে আমাদের কাছে বিক্রি করে দেয়। জিনিসগুলো ভালো, তাই বিক্রিও হয় অনেক।

পণ্যগুলো মানসম্মত এবং দামে সস্তা হওয়ায় অনায়াসে কিনছেন স্থানীয়রা।  স্থানীয়রা বলেন, পণ্যগুলো অনেক ভালো, এমনকি দামও অনেক কম তাই অনেক দূর থেকে এসে নিচ্ছি। এজন্য এনজিওগুলোর সমন্বয়হীনতা আর তদারকির অভাবকে দায়ী করছেন পর্যবেক্ষকরা। তবে এনজিও ফোরাম বলছে, প্রয়োজনের অতিরিক্ত ত্রাণ দেয়ায় এই অবস্থা।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রাহমান নাসির উদ্দিন বলেন, যে ত্রাণ আমরা দিচ্ছি তার সঠিক ব্যবহার হচ্ছে, নাকি কালোবাজারে চলে যাচ্ছে, তার একটি যথাযথ পরিদর্শনের ব্যবস্থা করা প্রযোজন।

সিএসও-এনজিও ফোরামের কো চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরী বলেন, ত্রাণ দেয়া অতিরিক্ত হয়ে যায়। ফলে বাইরে বিক্রি করে দেয়। অন্য একটি কারণ হতে পারে তাদের কিছু নগদ টাকা দরকার। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আমরা স্থানীয় পুলিশ এবং বিভিন্ন সংস্থাকে বলেছি এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়