শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ২ চাইনিজ যাত্রীর নিকট থেকে পৌনে ৩কোটি টাকার স্বর্ণ জব্দ

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা ২ যাত্রীর কাছ থেকে দুই কো ৭৯লাখ টাকা মূ‌ল্যের ৫ কেজি ৫৬ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। বুধবার সকালের দিকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

প্রিভেন্টিভ দলের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, শারজাহ থেকে ছেড়ে আসা ফ্লাইট নং-জি৯৫১৭ সকাল ৯টায় ঢাকায় পৌছায়। ওই ফ্লাইটে স্বর্ণ আনার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রীজ এলাকায় অবস্থানরত প্রিভেন্টিভ দলের সদস্যরা দুই চাইনিজ যাত্রীকে অনুসরণ করে। তারা হলেন-মি. চেন জিফা (Mr CHEN JIFA) ও মি. ডিং সৌশেং (Mr. DING SHOUSHENG)। গ্রীণ চ্যানেল অতিক্রমের পরে তাদের কাছে শুল্ক-কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা অস্বীকার করেন।

পরে তাদের সঙ্গে থাকা লাগেজসমূহ স্ক্যানে দেয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ইমেজ পাওয়া যায় এবং উভয়ের ব্যাগ খুলে একই ধরনের 'জিপাস' (Geepas) ব্র্যান্ডের ২টি 'সোলার হোম সিস্টেম' পাওয়া যায়। সকাল সাড়ে ১১টার দিকে দিকে ব্যাগের মধ্যে থাকা সোলার সিস্টেম খুলে তার মধ্যে থাকা ব্যাটারী খুলে ১০ তোলা ওজনের ২৪ টি করে মোট ৪৮ টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজ ৫.৫৬ কেজি। আনুমানিক বাজার মূল্য ২কোটি ৭৯ লাখ টাকা।

এ ঘটনায় দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উভয় যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়