শিরোনাম

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৬:১০ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

এস এম নূর মোহাম্মদ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। বুধবার সকাল ১০টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই ভোট গ্রহণ শুরু হয়।

মোট ৪৪ টি ‍বুথে এক যোগে আইনজীবীরা তাদের ভোট প্রদান করছেন। সকাল ১০ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ দুপুরে এক ঘন্টা বিরতি দিয়ে চলবে বিকাল ৫ টা পর্যন্ত। এর পর আবারো একই নিয়মে আগামীকালও একই সময় থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতি বছর সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে সরকার সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে দু’জন এবং সদস্য পদের জন্য একজনসহ মোট ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়