শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘর-সংসার, যৌনদাসত্ব আর বাচ্চা পালনের একপেশেদায়িত্বের মধ্যে আটকে থাকতে চায় না নারীরা

সাদিয়া নাসরিন

নারীবাদ নিয়ে পুরুষতন্ত্রের ভয়ংকর অপপ্রচারগুলোর একটি হলো নারীবাদ পরিবার প্রথা ভেঙে দিতে চায়। কিন্তু আজকের নারীবাদ পরিবার ভাঙতে চায়না মোটেও বরং দ্বন্দ্ব ও অসাম্যে পরিপূর্ণ পরিবারগুলোর ওপর থেকে মিথ্যা শান্তির চাদর সরিয়ে সত্যিকারের সুখ-শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। নারীবাদের ভিন্ন ভিন্ন ওয়েভে বিকল্প পরিবারের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আজকের নারীবাদ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে প্রথাগত পরিবারের ত্রুটিগুলো চিহ্নিত করার পাশাপাশি পরিবারের প্রয়োজনীয়তাও স্বীকার করে।

নারীবাদ যৌক্তিক বিশ্লেষণ করে দেখাতে পেরেছে, অসম পরিবারে শান্তি থাকে না বরং একজনের শান্তি অন্যজনের অশান্তির কারণ হয়। একটি মেয়ে যদি তার নিজের জীবন নিয়ে নিজস্ব স্বপ্ন ও লক্ষ্য স্থির করে, গার্হস্থ্য কাজের অস্বীকৃত শ্রমের মধ্যে আটকে না থেকে নিজের শিক্ষা আর যোগ্যতাকে প্রমাণ করতে চায়, নিজের জীবনের ওপর নিজের নিয়ন্ত্রণ চায়, কিন্তু তার পরিবার ও স্বামী তা দিতে অস্বীকার করবে তখন ঘরের শান্তি নষ্ট করার দোষ আসলে কার?

নারীবাদ আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বেশিরভাগ পরিবারেই ‘শান্তিপূর্ণতা’ হচ্ছে সামনের ছবি, যার পেছনে অনেক নারীর অনুভূতি, ব্যক্তিস্বাতন্ত্র্য, আবেগ আর স্বপ্নের ভাঙা টুকরো ছড়ানো থাকে। নারীবাদ সেই ভাঙা টুকরোগুলোকে এক সুতোয় গেঁথে একটি ন্যায্যতার, সমতার, সম্মানের পরিবার গড়তে চায়। সুতরাং নিজের মুখোমুখি বসতে হবে এখন পুরুষদের। স্বীকার করতে হবে নারীর সমৃদ্ধ কর্মজগতের সমান সুবিধাভোগী তারাও। না শুধু টাকার জন্য নয়। সমতার সম্মানের জন্য। পুরুষদের এই সত্য মেনে নেয়ার সময় এসেছে যে, নারীদের দমিয়ে রেখে সংসারের শান্তি ও সামঞ্জস্য আর রক্ষা করা যাবে না। কারণ নারীরা এখন নিজের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন। তারা পুরুষের অধিপত্যকামী আচরণকে প্রত্যাখ্যান করছে, নিজেদের ওপর পুরুষের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করছে। ঘর সংসার, যৌনদাসত্ব আর বাচ্চা পালনের একপেশে দায়িত্বের মধ্যে আটকে থাকতে চাচ্ছে না।

অতএব, ঘরের শান্তি প্রতিষ্ঠার জন্য এখন পুরুষকেই পরিবর্তিত হতে হবে, নারীর কর্মক্ষমতা ও যোগ্যতাকে মেনে নিতে হবে, সমমর্যাদা নিশ্চিত করতে হবে এবং তা শুরু করতে হবে পরিবারের ভেতর থেকেই। লিঙ্গ সাম্যের বিপ্লব শুরু করতে হবে রান্নাঘর থেকেই। একদিন এখান থেকেই সাম্য আসবে। প্রতিটি সচেতন মেয়েই পুরুষতন্ত্রের লক্ষণরেখা ডিঙ্গিয়ে একদিন না একদিন শামিল হবেন সমমর্যাদা আর ন্যায্যতার লড়াইয়ে। আর যদি তা কোনোদিনই না হয়? তাহলে আর রোধ করা যাবে না পারিবারিক অসাম্য আর অসুখ। আজকের পুরুষরা যদি পুরনো পুরুষতান্ত্রিক ধ্যান-ধারণা আর প্রত্যাশাকে পরিবর্তন করতে না পারেন, যদি নারীকে তার ন্যায্য অধিকার ও প্রাপ্য বুঝিয়ে দিতে অস্বীকার করেন তাহলে পরিবারে যে ঝড় উঠবে তার দায়িত্ব কোনোভাবেই নারীবাদের বা নারীর নয়, সেই দায় ওই আগ্রাসী পুরুষতন্ত্রের এবং তার বাহক পুরুষের।

পুরুষের দমন-নিপীড়নের পরিবার ভেঙে বেরিয়ে আসবে মেয়েরা। মেয়েরা যখন বুঝতে শিখেছে, লড়াই করছে অসাম্য আর বৈষম্যের বিরুদ্ধে, নিজের অধিকারের কথা উচ্চারণ করছে উচ্চকণ্ঠে তখন ফায়সালা তো একটা হবেই। পরিবার থেকেই যেহেতু সব ধরনের  বৈষম্যের শুরু, তাই সাম্য না এলে, ন্যায্যতা নিশ্চিত না হলে প্রথম ঝড়টা পরিবারের ওপরই আসবে। তার জন্য দায়ী থাকবে আগ্রাসী, নিয়ন্ত্রণকামী, আধিপত্যবাদী পুরুষরা। নারীবাদ কোনোভাবেই নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়