শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ধোনি ছাড়া ভারতীয় দল অচল বললেন শেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক: আসন্ন ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপ আসর। এই আসরে ১০টি দেশ অংশ্রগ্রহন নেমে। এই আসরে কার ঘরে উঠতে পারে শিরোপা এই নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ভিভ রিচার্স পাকিস্তানকে ফিভারিট মনে করেন। অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন বিশ্বকাপে ফেভারিট দল হিসেবে ভারত আর ইংল্যান্ডকে এগিয়ে রেখেছেন। তবে ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনিকে কি প্রয়োজন আছে? এর উত্তর দিলেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন নিজেই।

অজি কিংবদন্তি শেন ওয়ার্ন জানিয়ে দিলেন, আসন্ন বিশ্বকাপে ধোনিকে ছাড়া ভারতীয় দল চিন্তাই করা যায় না। ধোনিকে রাখতেই হবে বিশ্বকাপের দলে।

ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে কত জল্পনা তার ইয়ত্তা নেই। বিশ্বকাপে তাকে কি নিয়ে যাওয়া উচিত, এমন প্রশ্নও অনেকে তুলেছিলেন অতীতে। রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ওয়ার্ন।

সেই অনুষ্ঠানেই প্রাক্তন অজি তারকা শেন ওয়ার্ন বলেছেন, ‘বিরাট কোহালি দুর্দান্ত লিডার। কিন্তু, কোহালি যখনই চাপে পড়েছে, তখনই দেখা গিয়েছে ধোনি এগিয়ে গিয়ে ওকে সাহায্য করেছে। একটা দল যখন ঠিকঠাক এগোয়, তখন সেই দলের নেতার কাজটা সহজ হয়ে যায়। কিন্তু, পরিস্থিতি যখন কঠিন, তখন ধোনির মতো অভিজ্ঞতার দরকার।’

ধোনির সমালোচকদেরকেও এক হাত নিয়েছেন শেন ওয়ার্ন। কোনও ম্যাচে ব্যর্থ হলেই নিন্দুকদের নখ দাঁতের আঁচড়ে ক্ষতবিক্ষত হন ধোনি।

শেন ওয়ার্ন বলেছেন, ধোনির ক্ষমতা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের ক্রিকেট সম্পর্কে জ্ঞানই নেই। বিশ্বকাপের দলে কেন দরকার ধোনিকে? ব্যাখ্যা দিয়ে ওয়ার্ন বলছেন, ‘ধোনি গ্রেট প্লেয়ার। দল যখন যে পজিশনে ওকে চায়, সেই জায়গাতেই ও ব্যাট করতে পারে। দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে ধোনির। বিশ্বকাপে ভারতের দরকার ওকে। ধোনির অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কোহালিকেও সাহায্য করবে।’

সেই সঙ্গে তিনি আরো বলেন, ‘আর ভারতকে বিশ্বকাপ জিততে হলে বিরাট কোহলি, রোহিত শর্মা, এমএস ধোনিকে ভালো পারফর্ম করতে হবে। সেই সঙ্গে ভুবি (ভুবনেশ্বর কুমার) এবং জাশপ্রীত বুমরাহকেও পারফর্ম করতে হবে।’

দলে ধোনিকে কতটুকু প্রয়োজন তা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাড়ে তিনশরও বেশি রান করে না জিততে পারাই প্রমান করে দিয়েছে।

উল্লেখ্য, বুধবার সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়