শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইএসপিএনের জনপ্রিয় ১০০ খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশি তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপিয় ক্রীড়া ওয়েবসাইটের মাঝে শীর্ষ স্থানে থাকা ইএসপিএন ২০১৯ সালের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের তালিকা প্রকাশ করলো।এই তালিকায় বাংলাদেশি তিন ক্রিকেটারেরও নাম রয়েছে। ৭৮টি দেশের প্রায় ৮০০ সেরা খেলোয়াড়দের উপর ইএসপিএন রিসার্চ করে এই ১০০ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে।

ইএসপিএনের জনপ্রিয় ১০০তে ৩ জন বাংলাদেশী, শীর্ষে আছে ক্রিস্টিয়ানো রোনালদো ও প্রথমবারের মতো ৩ জন বাংলাদেশি খেলোয়াড় এই তালিকায় জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ১০০ জনের এই তালিকায় ক্রিকেটার ১১ জন। ৮ জন ভারতের ও ৩ জন বাংলাদেশের।

ইএসপিএন এই তালিকা করেছে তিনটি বিষয় বিবেচনা করে। গুগলে তাদের খোঁজার সংখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার সংখ্যা ও বিভিন্ন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়। এই ৩টি বিষয় মিলিয়ে এই তালিকার প্রথম স্থানে আছেন পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ২য় স্থানে আছেন আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমস ও ৩য় স্থানে আছেন বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

ক্রিকেট থেকে সবচেয়ে উপরে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, তিনি আছেন ৭ নম্বরে। টেনিস লিজেন্ড রজার ফেদেরার আছেন ৬ নম্বরে, রাফায়েল নাদাল আছেন ৮ এ। ভারতের কোহলি ছাড়াও আছেন মহেন্দ্র সিং ধোনী, যুবরাজ সিং , শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়নার মত খেলোয়াড়রা। ধোনী ক্রিকেটারদের মাঝে ২য় স্থানে আছেন ও মূল তালিকায় ১৩তম স্থানে।

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পাওয়া সাকিব আল হাসান আছেন ৯০ এ, মুশফিকুর রহিম ৯২তম ও মাশরাফি ৯৮তম স্থানে। সাকিব আল হাসানের পরিচয় দিতে গিয়ে নিদাহাস ট্রফিতে তার প্রতিবাদী আচরনের কথা তুলে ধরা হয়েছে। মুশফিকুুর রহিমের বেলায় নিদাহাস ট্রফির সেই বিখ্যাত নাগিন ডান্সের কথা বলা হয়েছে। মাশরাফির ক্ষেত্রে এশিয়া কাপে তার অসাধারণ অধিনায়কত্বের কথা তুলে ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ ব্যতীত অন্য কোন ক্রিকেটারের সেরা ১০০তে জায়গা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়