শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র মক্কার কবুতর মাঠ যেন এক টুকরো বাংলাদেশ !

নিউজ ডেস্ক : পবিত্র মক্কার কবুতর মাঠ যেন এক- মক্কার মিসফালায় কিছুক্ষণ হাঁটলে চারপাশের মানুষজন দেখে আপনি অবাক হতে পারেন ‘বাংলাদেশ’ ভেবে। বিদেশের মাটিতে এত বাংলাদেশি কোথা থেকে এল—সেই প্রশ্নও জাগতে পারে মনে। বাংলাদেশের মানুষ আছে এ দেশে। এদের বেশির ভাগই এসেছে জীবিকার সন্ধানে। যাঁরা হজ করেছেন, অথবা মক্কা সম্পর্কে খোঁজখবর রাখেন, তাঁদের কাছে মিসফালা এলাকা বেশ পরিচিত।

মিসফালাকে কেউ মেসফালা কেউ–বা মেচফালা বলে থাকেন। সমতল এলাকা হওয়ায় মিসফালা বাংলাদেশিদের কাছে প্রিয়। মসজিদুল হারামের কাছে জমজম টাওয়ারের (ঘড়ি ওয়ালা বিল্ডিং) পেছনের এলাকা মিসফালা। ছোট্ট মাঠের মতো খোলা জায়গায় দিনের বেলা প্রায় সব সময় অসংখ্য কবুতর থাকে।

কবুতর চত্বর বা কবুতরের মাঠ নামে পরিচিত। পবিত্র কাবা শরিফে আসা-যাওয়া করা হাজিরা এ কবুতর গুলোর জন্য গম বা খাবার কিনে ছিটিয়ে দেন। মিসফালায় রয়েছে মুন্সিয়াবাজার, কেদুয়া, আল হিজরা রোড, ইবরাহিম খলিল রোড, দাখালা, হারাতুর রুশদসহ বেশ কিছু উল্লেখযোগ্য সড়ক। মিসফালা ব্রিজের কাছে ঢাকা হোটেল। নাম শুনেই নিশ্চিত হওয়া যায়—এই হোটেলে পাওয়া যাবে বাংলাদেশি সব খাবার। আসলেও তাই। ভাত, মাছ, মাংস, সবজি, রুটি, মিষ্টি—সবই পাবেন এখানে।

তাই খাওয়া নিয়ে হজযাত্রীদের খুব একটা ঝামেলা হয় না। শুধু ঢাকা হোটেল নয়, এশিয়া, বাংলাদেশ, চিটাগাং, মদিনা, শাপলা, আল আমিনসহ বেশ কিছু হোটেল রয়েছে এখানে। এসব হোটেল থেকেই খাবার কিনে খান হাজিরা। পার্সেলে খাবার নিয়ে গেলে দুজন অনায়াসে খেতে পারেন। এ ছাড়া হাজিদের সম্মানেই মিসফালায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়। মিসফালায় রয়েছে সৌদি স্বাস্থ্য ক্লিনিক, যেখানে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারেন যে কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়