শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০২:৫০ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে পৌনে ৫ লাখ হেক্টর জমিতে এবার বোরো চাষাবাদ

সাত্তার আজাদ: সিলেটের চার জেলায় এবার বোরো ধানের চাষ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। সম্প্রতি সময়মত বৃষ্টিপাত হওয়াতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

সিলেটসহ মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এ চার জেলায় বোরো চাষ লক্ষমাত্রার চেয়ে দশ হাজার হেক্টর বেশি হয়েছে। সময়মত বৃষ্টি হওয়াতে অনাবাদি অনেক জমিতে বোরো চাষাবাদ করা গছে বলে জানালো সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়। সিলেট বিভাগের চার জেলায় এবার ৪ লাখ ৭৮ হাজার ৮৬৯ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়। এর মধ্যে সিলেটে ৮৯ হাজার ৭৬৭ হেক্টর, মৌলভীবাজারে ৫৩ হাজার ১৫২ হেক্টর, হবিগঞ্জে এক লাখ ২১ হাজার ৫০০ হেক্টর ও সুনামগঞ্জে দুই লাখ ২৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়। যদিও লক্ষমাত্রা ছিল ৪ লাখ ৬৮ হাজার ৫৫৭ হেক্টর।

ফাল্গুন মাসে বৃষ্টি হওয়াতে বোরো ধানের আবাদ বেড়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। তারা প্রথমে আশা করেছিলেন, এবার সিলেটে ৮৯ হাজার ৭০৯ হেক্টর, মৌলভীবাজারে ৫৩ হাজার ১১৬ হেক্টর, হবিগঞ্জে এক লাখ ১৮ হাজার ১৯৭ হেক্টর ও সুনামগঞ্জে দুই লাখ ১৭ হাজার ৫৩৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা যাবে। কিন্তু ফাল্গুন মাসে বৃষ্টি হওয়াতে বাড়তি আরো ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চারা লাগানো সম্ভব হয়েছে। সিলেটের হাওরে ও হাওরের বাাইরে এসব জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে। হাইব্রিড, উফশী, স্থানীয় জাতের ধানের চারা রোপণ করেছেন কৃষকরা।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলতাবুর রহমান জানান, এবার সিলেটে বোরো চাষের জন্য সুদিন ছিল। ফাল্গুন মাসে বৃষ্টি ছিল এবারে বোরো চাষাবাদে নিয়ামক। এছাড়া শীতে সিলেটে কুয়াশা বেশি পড়েনি বলে বোরো ধানের চারায় রোগবালাইও কম ছিল। শুধু দুর্যোগের হাত থেকে রক্ষা পেলে এবার সিলেটের চার জেলায় বাম্পার ফলনের আশা করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়