শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ নগরীর সাড়ে ৭’শ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত: ৩ জনের মৃত্যু

জাকারিয়া তারেক, ময়মনসিংহ থেকে: গত ১৫ দিনে ময়মনসিংহ নগরীতে সাড়ে ৭’শ নারী-পুরুষ শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এস কে হাসপতালে ভর্তি হয়েছে। এছাড়া ডায়রিয়ায় আক্রান্তের মধ্যে ৩জনের মৃত্যু হয়েছে। ডায়রিয়ায় আক্রান্তের মধ্যে মৃত ৩ জনই বাসায় ফিরে এসে মারা গেছেন। ৩ জনের মৃত্যুর খবরে নগরীতে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

রোববার ভোর রাতে কাচিঝুলির শাহাবুদ্দিনের স্ত্রী মমতাজ (৭০), শনিবার হামিদ উদ্দিন রোডের মৃত আবুল হোসেনের পুত্র বাদশা মিয়া (৭৬) ও শুক্রবার মৃত বাদশা মিয়ার বোন সাহেব কোয়ার্টার এলাকার রওশনারা খাতুন (৭৮) মারা গেছেন বলে পরিবার সুত্রে জানা গেছে।

স্থানীয় ও হাসপাতালে সূত্রে জানা যায়, পানিবাহিত জীবানুতে ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্রে জানায়, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ রোববার পর্যন্ত নগরীর কাঁচিঝুলী রোড, কলেজ রোড, পুলিশ লাইন, জেলখানা রোড, কাশর রোড, গোলাপজান রোড, খাগডহর, বাদেকল্পা, গোহাইলকান্দি, তিনকোনা পুকুরপাড়, স্টেডিয়াম রোড, ইটাখোলা রোড, কাঠগোলা, কালিবাড়ি ও পালপাড়া এলাকার ডায়রিয়া আক্রান্ত হয়ে সাড়ে ৭’শ রোগী ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশী।

ডায়রিয়ার মৃত বাদশা মিয়ার ছেলে মকবুল হোসেন (৪৫) জানান, তার বাবা ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর এস কে হাসপাতালে ভর্তি করেন। হাসপতালে একদিন চিকিৎসার দেয়ার পর কিছুটা উন্নত হলে বাসায় নিয়ে আসেন। হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা শুরু হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা করে বলেন কিডনী নষ্ট হয়ে গেছে। দ্রুত অবস্থার অবনতি হয়ে শনিবার ভোরে তিনি মারা যান। একই অবস্থায় আগের দিন তার ফুফু মারা গেছেন। স্থানীয়রা বলেছেন, সিটি করপোরেশন সরবরাহকৃত পানি দুষিত হয়ে ডায়রিয়া হতে পারে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুষিত পানি পান করে ডায়রিয়া আক্রান্ত হয়ে থাকলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে পুনরায় দুষিত পানি পান করলে কিডনির ক্ষতি সাধন হতে পারে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার জানান, নগরীতে ডায়রিয়ার হওয়ার খবর পেয়ে সিভিল সার্জনসহ আক্রান্ত এলাকায় গত ২৮ ফেব্রুয়ারি স্যালাইন ও ঔষধ বিতরণ করেছেন। তবে সিটি করপোরেশন সরবরাহকৃত পানিতে পানিবাহিত কোন জীবানু আছে কিনা তা এখনো কোন পরীক্ষা করা হয়নি। গতকাল সোমবার সকালে জনস্বাস্থ্য বিভাগ পরীক্ষার জন্য পানি সংগ্রহ করেছেন।

মৃত মমতাজের নামাজে জানাযা শেষে মহানগর আওয়ামী লীগের নেতা ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শরীফুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, ডায়রিয়া আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনা এলাকাবাসী মধ্যে আতংক বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগ এব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া উচিৎ।

ডায়রিয়ায় ৩ জনের মৃত্যুর খবর পেয়ে ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ একে এম আবদুর রব সোমবার সকালে ডায়রিয়া আক্রান্ত কাঁচিঝুলি এলাকা পরির্দশন করেন। আক্রান্ত এলাকা লোকজন রান্নাবান্না কাজে সিটি করপোরেশনর সরবরাহকৃত পানি ব্যবহার না করে টিউবওয়ালে পানি ব্যবহারের পরামর্শ দেন। গত ১৫দিনে সিটি করেপোরেশন কেন পানি পরীক্ষা করা হয়নি এজন্য তিনি ক্ষোভ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়