শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই প্রাইমের লড়াইয়ে জয়ী দোলেশ্বর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ১০ম ম্যাচে বিকেএসপির মাঠ সাভারে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও টি-টোয়েন্টি ফরম্যাটের রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে জয় তোলে নিলো ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর।

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় প্রাইম ব্যাংক। আল আমিনের সেঞ্চুরিতে ৩০১ রানের সংগ্রহ পায় তারা। কিন্তু ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ হাসি দোলেশ্বরের।

ইনিংসের শুরুতেই রুবেল মিয়ার উইকেট হারায় প্রাইম ব্যাংক। ৪টি চারের মারে ২৮ রান করে ফিরে যান দলীয় অধিনায়ক এনামুল হক বিজয়ও। তারপরে দলের দায়িত্ব নেন মোহাম্মদ আল আমিন ও ভারতীয় ব্যাটসম্যান সজীব চ্যাটার্জী। তৃতীয় উইকেটে তারা ১১০ রানের জুটি গড়েন। ৫৭ রানে চ্যাটার্জী আউট হয়ে গেলে ভেঙে যায় তাদের শতাধিক রানের জুটি।

চতুর্থ উইকেটেও জাকির হাসানের সাথে বড় জুটি গড়েন আল আমিন। এই জুটিতে আসে ৮৫ রান। ৩৪ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন জাকির হাসান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়।

তবে একপ্রান্ত আগলে ঠিকই সেঞ্চুরি তুলে নেন আল আমিন। তার ৯৯ বলে ১১১ রানের ইনিংসটার সমাপ্তি ঘটে রান আউটে। ৮টি চার ও ৪টি ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া আরিফুল হক ২১ বলে ২৮ ও অলক কাপালি করেন ১২ বলে ১২ রান। সকলের ছোট-বড় অবদানে ৩০১ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক।
৩০২ রানের জবাবে দোলেশ্বরও প্রথমেই ওপেনার সৈকত আলির উইকেট হারায়। তবে আরেক ওপেনার সাইফ হাসান খেলেছেন বড় ইনিংস। ৮৫ রানে তিনি আউট হওয়ার আগে ফরহাদ হোসেনের সাথে ৫১ এবং মার্শালের আয়ুবের সাথে গড়েছেন ১১৫ রানের জুটি।

সাইফের ৮৫ রানের ইনিংসটিতে ছিল ৫টি চার ও ৩টি ছয়। মার্শাল আয়ুবও অর্ধশতক করেছেন। তার ৮২ বলে ৭৬ রানের ইনিংসটাতে ছিল ৭টি বাউন্ডারি। পাকিস্তানি সাদ নাসিমের সাথেও ৭৬ রানের জুটি গড়েন মার্শাল।

৩৪ বলে অর্ধশতক তুলে নেয়া সাদ নাসিম সাজঘরে ফেরেন দলকে জয়ের বন্দরে রেখেই। তিনি করেন ৪৭ বলে ৬৪ রান। তার ইনিংসটি সাজানো ছিলো ২টি চার ও ৫টি ছয়ে।

শেষের দিকে ব্যাট হাতে আজও ঝড় তুলেছেন দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। ১৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়ের মার। ফলে বড় টার্গেটেও ১০ বল হাতে রেখেই সহজ জয় পায় দোলেশ্বর। দুইটি করে উইকেট নেন মনির হোসেন ও আরিফুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়