শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১১:৪৯ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী আগামীকাল মির্জাপুর যাচ্ছেন

মাজহারুল শিপলু : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে যাচ্ছেন । উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর আগমন নিয়ে মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট।

দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে
প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে থাকবেন তার ছোট বোন শেখ রেহানা। এছাড়াও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ ৩৫০ জন সফরসঙ্গী থাকার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে মির্জাপুর কুমুদিনী চত্বর নতুনভাবে সেজে উঠেছে, তৈরি করা হয়েছে রণদা প্রসাদ সাহার ম্যুরাল। এছাড়াও মির্জাপুর পৌর শহরের সৌন্দর্য বর্ধনেও নেয়া হচ্ছে নানা আয়োজন। নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা হচ্ছে বেশ জোরালোভাবে।

পুলিশ প্রশাসন, এনএসআইসহ বিভিন্ন নিরাপত্তা বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে মির্জাপুর তথা কুমুদিনী চত্বরে নিছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, এটি প্রধানমন্ত্রীর সরকারি সফর। অনুষ্ঠানটিও কুমুদিনীর ভেতরে । তাই দলের দুই একজন ছাড়া অন্য কারো সেখানে প্রবেশের সুযোগ নেই।

প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০০৮ সালে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেনের নির্বাচনী জনসভায় মির্জাপুর এস.কে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসেছিলেন তিনি। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়