শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১১:৩৯ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও‌য়ে বিজিবি-গ্রামবাসী সংঘ‌র্ষের ঘটনায় থানায় মামলা নিতে বলেছেন আদালত

সাদ্দাম হো‌সেন: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় পূর্বে এ সংক্রান্ত কোন মামলা না হলে হরিপুর থানার ওসিকে মামলা নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন আদালত ।

মঙ্গলবার দুপুরে হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান এ আদেশ দিয়েছেন।

আদেশে উল্লেখ করা হয়, এ সংক্রান্ত ঘটনায় কোন মামলা না হলে হরিপুর থানার ওসিকে মামলা গ্রহন এবং দ্রুত মামলার প্রতিবেদন ১১ এপ্রিলের মধ্যে দাখিল করতে বলা হয়। এ সময় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিহতদের পরিবারের সদস্যদের পক্ষ হতে মামলার কাজ দ্রুত পরিচালনা করার জন্য ও দোষিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।

আইনজীবি অ্যাডভোকেট নুরুল ইসলামের তথ্য মতে, নিহত নবাব এর বাবা নজরুল ইসলাম, সাদেক এর ভাই মোঃ বাসেদ ও শিশু জয়নালের পিতা নুর ইসলাম পৃথক পৃথক তিনটি মামলার বাদি হয়। মামলায় ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তুহিন মো. মাসুদসহ আরো ৬ বিজিবি সদস্যের নাম উল্লেখ করে আরো আড়াইশ জনকে অজ্ঞাত করে মামলার অভিযোগটি জমা দেয়া হয়।

মামলার বাদিরা অভিযোগ করে বলেন,ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও মামলা নেয়া হচ্ছে না টাকা খরচ করে মামলার কাগজপত্র আদালতে জমা দেয়া হয়। এর পর শুধু তারিখ পরিবর্তন করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে গরু নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রামবাসী নিহত হয়। প্রথমে বিজিবির পক্ষ থেকে হরিপুর থানায় ২টি মামলা দায়ের করা হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে ঠাকুরগাঁও হরিপুর আমলী আদালতে ৩টি অভিযোগ দায়ের করা হয়। পবর্তিতে ১২ মার্চ দিন ধার্য করে আদেশ দেন আদালত। মঙ্গলবার ওই মামলার পরবর্তি শুনানীর দিন ১১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়